আমাদের সম্পর্কে

আমরা আর কেউ নই, আপনাদের মতোই খেলা ভালোবাসি, খেলা নিয়ে মেতে থাকি।

খেলার সব খবর এখানে পাবেন না। প্রতি দিনের, প্রতিটি মুহূর্তের আপডেটও মিলবে না। তবে খেলার অনেক গল্প পাবেন। সত্যি গল্প। খেলার গল্প। খেলোয়াড়দের গল্প। সঙ্গে পাবেন কিছু বিশ্লেষণ। কিছু আলাপ। কিছু ফ্যাক্টচেক। কিছু নিয়মের ব্যাখ্যা। এই তো। এটাই অল আউট স্পোর্টস।

এই প্লাটফর্মটি আমরা কয়েকজন সাংবাদিক মিলে গড়ে তোলার চেষ্টায় আছি। পুঁজি বলতে লেখালেখির অভিজ্ঞতা আর আপনাদের ভালোবাসা। এখানে এখনই বড় কিছু করে ফেলতে চাই না। তবে এমন একটি সাইট গড়ে তুলতে চাই, যেখানে আপনি দিনে একবার হলেও ঘুরে যাবার তাগিদ অনুভব করবেন। ব্যস, তাহলেই আমাদের চেষ্টা কিছুটা সার্থক বলে ধরে নেব।

আর আপনাদের সেই আস্থা অর্জনে ভালোবাসার প্রশ্রয় পেলে স্বপ্নের আকাশটা পরবর্তীতে না হয় অনেক বড় করা যাবে!

অল আউট স্পোর্টস টিম

নোমান মোহাম্মদ

এডিটর, অল আউট স্পোর্টস
নীতিমালা
যোগাযোগ

৩৬৫/১৩ (৭ম তলা), পশ্চিম শ্যাওড়াপাড়া, অলি মিয়ার টেক, বউবাজার, মিরপুর।

ই-মেইল: alloutsportsbd@gmail.com