সাকিব আল হাসানের ঠিকানা আবার কলকাতা নাইট রাইডার্স। এবার লিটন দাসেরও। একে ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজি। তার উপর বাংলাদেশের দুই ক্রিকেটার খেলবেন। আইপিএলে বাংলাদেশের সমর্থনের বড় অংশ যে পাবে কেকেআর, সে আর বলতে! আইপিএলে দুবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এ বছর কত দূর যাবে? কলকাতা দল কি তৃতীয় শিরোপা জেতার মতো? চলুন, এক নজরে দেখে নেয়া যাক এবারের কেকেআর।