টাকা আকাশে ওড়ে। বাতাসে ভাসে। ইন্টারনেট দুনিয়াটাই এখন এমনি। শুধু আপনাকে শিখতে হবে টাকা কীভাবে ধরতে হয়! সোফায় কিংবা বেডে গা এলিয়ে দিয়ে আঙুলের টোকাতেও টাকা আসে। অবকাশ যাপনে প্রিয়জনের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর সময়েও ধরা দেয় টাকা। তা এর পরিমাণটা কত? ফুটবলের মেসি, রোনালদো, নেইমার থেকে ক্রিকেটের বিরাট কোহলি হয়ে বাস্কেটবলের লেব্রন জেমস- সোশ্যাল মিডিয়া থেকে তাদের উপার্জন শুনলে সাধারণ মানুষের অনেকটা আক্কেলগুড়ুম হবার জোগাড়।