শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় লর্ডস টেস্ট
ইংল্যান্ডকে দুইশ রানের আগে গুটিয়ে দিয়ে ভালো অবস্থানেই ছিল ভারত। কিন্তু দিনের শেষ বেলায় স্বাগতিকদের দুর্দান্ত বোলিংয়ে স্বস্তিতে নেই তারাও। এতেই রোমাঞ্চের অপেক্ষায় দাঁড়িয়ে আছে সিরিজের তৃতীয় টেস্ট। শেষ দিন জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ১৩৫ রান, আর বেন স্টোকসের দরকার ৬ উইকেট...