চোট পাওয়া মহারাজের জায়গায় দ. আফ্রিকার অধিনায়ক মুল্ডার
২ জুলাই ২০২৫

কুঁচকির চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন এই সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কত্ব পাওয়া কেশভ মহারাজ। বাঁহাতি এই স্পিনারের জায়গায় এই ম্যাচে প্রথমবারের মতো প্রোটিয়াদের নেতৃত্ব দিতে যাচ্ছেন ভিয়ান মুল্ডার।
চোটাক্রান্ত টেম্বা বাভুমার বদলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দলের নেতৃত্ব পেয়েছিলেন মহারাজ। তার অধীনে প্রথম ম্যাচে স্বাগতিকদের ৩২৮ রানে হারায় প্রোটিয়ারা। টেস্ট অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিফটি হাঁকানো ছাড়াও ম্যাচে ৪ উইকেট নেন মহরাজ।
শেষ টেস্টের নেতৃত্ব পাওয়া মুল্ডার প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান করেন। এছাড়াও প্রথম ইনিংসে বল হাতে শিকার করেন ৪ উইকেট।
মহারাজের বদলি হিসেবে আগামী রোববার বুলাওয়েয়োতে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের দলে এসেছেন সেনুরান মুথুসামি।
মন্তব্য করুন: