সাকিবের জন্য জাতীয় দলের দরজা খুললো বিসিবি

২৫ জানুয়ারি ২০২৬

সাকিবের জন্য জাতীয় দলের দরজা খুললো বিসিবি

আইসিসি বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দিনে সাকিব আল হাসানকে নিয়ে চমকপ্রদ খবর দিয়েছে বিসিবি। কিছু শর্ত সাপেক্ষে দেশসেরা এই অলরাউন্ডারকে জাতীয় দলের জন্য আবার বিবেচিত করা হবে বলে বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার মিরপুরে বিসিবির কার্যালয়ে পরিচালনা পর্ষদের দীর্ঘ সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিসিবি পরিচালক মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

সর্বোসম্মতিক্রমে বোর্ড গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসিবিলিটির ওপর ভিত্তি করে এবং পাশাপাশি যেখানে খেলা হবে ভেন্যুতে, সেখানে যদি উপস্থিত থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক কমিটি সাকিবকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচিত করবে।

তার সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে যে, হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ধরনের সিরিজেই খেলতে চান কি না? দুইটার জন্য অ্যাভেইলেবল আছেন কি না? তিনি বলেছেন, আছেন। তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি হয়তো জেনে-বুঝেই সিদ্ধান্ত দিয়েছেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামেন সাকিব। এরপর অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন তিনি। তাকে নিয়ে দলও ঘোষণা করা হয়েছিল।

কিন্তু জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় এবং আন্দোলন চলাকালে তার কিছু কর্মকান্ডের কারণে প্রতিবাদের সাকিব আর দেশে ফিরতে পারেননি। এরপরই জাতীয় দলের জন্য তার দরজা বন্ধ হয়ে যায়।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে দেশের মাটিতে খেলেই জাতীয় দলের জার্সি তুলে রাখার ইচ্ছার কথা জানিয়েছিলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

তবে বিসিবি সাকিবকে জাতীয় দলে ফেরানোর কথা বললেও তার রাজনৈতিক পরিচয়ের কারণে বাধা মুখে পড়ার বিষয়টি এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর জানান, বিষয়টি নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের সঙ্গে আলোচনা করবেন।

আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলি আছে, তার নিজস্ব। সেগুলোকে যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে, সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। এটাই হলো মূল কথা।

টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার কথা রয়েছে আগামী মার্চে, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add