আইপিএল প্রিভিউ : রাজস্থান রয়্যালস
আইপিএলের ১০টি দল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন ‘অল আউট স্পোর্টস’-এ। এই পর্ব রাজস্থান রয়্যালস নিয়ে। গতবারের রানার্সআপ দলটি এবার হয়েছে কেমন? স্টার প্লেয়ার কে? নতুন তারকা হতে পারেন কে? শক্তি-দুর্বলতা কোথায় কোথায়? গতবারের চেয়ে আরেক ধাপ এগিয়ে জিততে পারবে শিরোপা? রাজস্থান রয়্যালসের আইপিএল প্রিভিউ এখানে।