ডিআরএস কোন ফরম্যাটে কতবার?
ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস এখন ক্রিকেটের নিয়মিত চরিত্র। সব ফরম্যাটেই আছে এই প্রযুক্তির ব্যবহার। আম্পায়ারের সিদ্ধান্ত আরও নির্ভুল করতে এবং ওই ‘বিরুদ্ধ’ সিদ্ধান্তের চ্যালেঞ্জ যেন খেলোয়াড়রা জানাতে পারেন, সেই ভাবনা থেকেই আইসিসি নিয়ে এসেছে এই প্রযুক্তি।