বাংলাদেশকে বাদ দেওয়ার আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি

২৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশকে বাদ দেওয়ার আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি

টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় সিদ্ধান্ত মেনে নিয়ে আর কোনো চেষ্টা না চালানোর কথা জানিয়েছে দেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টুয়েন্টি বিশ্বকাপে নেওয়ার কথা জানায় আইসিসি।

গত বুধবার আইসিসি বোর্ড সভায় বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ম্যাচের ভেন্যু সরানোর আবেদন খারিজ হয়ে যায়। এরপর বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবির বৈঠকের পর বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তবে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর একই দিন রাতে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানান, বোর্ডের পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি। যেহেতু আইসিসি বলেছে যে, আমরা খেলতে যেতে পারব না বা শ্রীলংকায় আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না তারা, এই ক্ষেত্রে আমরা ভারতে গিয়ে খেলতে পারছি না। আমাদের অবস্থান ওখানেই আছে। এখানে আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না।

আইসিসি বোর্ড সভার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট মিটিং ছিল এবং ওখানে সিদ্ধান্ত আসে। সিদ্ধান্তে স্পষ্ট করে বলা হয়েছে যে, আমাদেরকে ওই সূচিতে যদি পরিবর্তন না হয়, ভারতে গিয়ে আমাদের দল অংশগ্রহণ করতে পারবে না। এটা সরকার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

ওটার পরে আমরা পরবর্তীতে আইসিসি বলেছিল ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে। আমরা তাদেরকে আবারও জানিয়েছি বিনয়ের সঙ্গে, এই সূচি অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব না।

মন্তব্য করুন: