চ্যাম্পিয়নস লিগের শীর্ষ আটে ও প্লে-অফে যারা

২৯ জানুয়ারি ২০২৬

চ্যাম্পিয়নস লিগের শীর্ষ আটে ও প্লে-অফে যারা

প্রথম পর্বের সব ম্যাচ জিতে শীর্ষে থেকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পা রেখেছে আর্সেনাল। তবে নাটকীয় ম্যাচে বেনফিকার কাছে হেরে শীর্ষ আটের বাইরে থেকে লিগ পর্ব শেষ করেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের ক্লাবটিকে তাই শেষ ষোলোতে উঠতে হলে পার হতে হবে প্লে অফের বাধা।

বুধবার শেষ রাউন্ডের ম্যাচগুলোর পর শেষ ষোলতে সরাসরি ওঠা শীর্ষ আটটি দল এবং বাকি আটটি জায়গার জন্য প্লে অফে জায়গা করে নেওয়া ১৬টি দল চূড়ান্ত হয়েছে।

আগেই শীর্ষ আটে থেকে শেষ ষোলোয় খেলা নিশ্চিত হয়েছিল আর্সেনাল বায়ার্ন মিউনিখের। বুধবার তাদের সঙ্গী হয় লিভারপুল, টটনাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং লিসবন ম্যানচেস্টার সিটি।

কাইরাত আলমাতিকে - গোলে হারিয়ে টানা অষ্টম ম্যাচ জেতে আর্সেনাল। অন্যদিকে পিএসভি আইন্দহোফেনের মাঠে - গোলে জিতে দ্বিতীয় স্থানে থেকে লিগপর্ব শেষ করে বায়ার্ন।

কারাবাগকে - গোলে বিধ্বস্ত করে লিভারপুল। কোপেনেহেগেনের বিপক্ষে শুরুতে গোল হজমের পর - গোলে জেতে বার্সেলোনা। গালাতাসারাইকে - গোলে হারায় ম্যানচেস্টার সিটি। আর অন্তিম মুহূর্তের গোলে আথলেতিক বিলবাওকে হারিয়ে রিয়ালকে হটিয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ আট দলের মধ্যে থেকে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেয় স্পোর্তিং।

পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে শেষ রাউন্ডে মাঠে নামা রিয়াল বেনফিকার কাছে - গোলে হেরে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে। ফলে নতুন ফরম্যাটে শুরু হওয়া চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয়বার প্লে-অফে খেলতে হবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের।

- গোলে রিয়ালকে হারালেও প্লে-অফে জায়গা পেত না জোসে মরিনিয়োর বেনফিকা। অন্তিম মুহূর্তে গোলরক্ষকের গোলে মার্সেইয়ে চেয়ে গোল পার্থক্যে এগিয়ে গিয়ে ২৪তম শেষ দল হিসেবে প্লে-অফে উঠে পর্তুগালের দলটি।

নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ড্র করে ১১তম হওয়ায় প্লে-অফ খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে।

৩৬ দলের আসরে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে। এর মধ্যে থেকে বিজয়ী আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকেট।

কায়রাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাগ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের টুর্নামেন্ট থেকে বাদ পড়া নিশ্চিত হয়েছিল আগেই। শেষ দিনে তাদের সঙ্গে বিদায় নিয়েছে মার্সেই, পাফোস, ইউনিন এসজি, আইন্দহোফেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন আয়াক্স।

সরাসরি শেষ ১৬ নিশ্চিত করা দলগুলো:

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটনাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং লিসবন, ম্যানচেস্টার সিটি।

প্লে-অফের দলগুলো:

রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বোদো/গ্লিমট, বেনফিকা।

মন্তব্য করুন: