বিশ্বকাপের বদলে আড়াই কোটি প্রাইজমানির টি-টুয়েন্টি কাপ খেলবে ক্রিকেটাররা
৩১ জানুয়ারি ২০২৬
ভারত থেকে নিজেদের ম্যাচ সরানোর দাবি আইসিসি মেনে না নেওয়ায় আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ দল। অলস সময় কাটানো ক্রিকেটারদের জন্য তাই টি-টুয়েন্টি কাপের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিব জানায়, অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপ ২০২৬ নামে তিন দলের এই টুর্নামেন্টের প্রাইজমানি ও ফি ২ কোটি ৫০ লাখ টাকা।
ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ – এই তিনটি দলে ভাগ হয়ে টুর্নামেন্টে খেলবেন ক্রিকেটাররা। দলগুলোর অধিনায়ক ও কোচিং প্যানেলেরও নাম ঘোষণা করেছে বিসিবি।
ধুমকেতুর নেতৃত্বে আছেন টি-টুয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। দলের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।
দুর্বারকে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ব্যাটারের নেতৃত্বে সম্প্রতি বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। দুর্বারের হেড কোচ করা হয়েছে মিজানুর রহমান বাবুলকে এবং সহকারী কোচ হিসেবে আছেন তুষার ইমরান।
দুরন্তকে নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। এই দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন হান্নান সরকার, সরকারী কোচ রাজিন সালেহ।
টুর্নামেন্টে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি একে অপরের বিপক্ষে খেলবে দলগুলো। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে।















মন্তব্য করুন: