অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
৩১ জানুয়ারি ২০২৬
প্রথম ম্যাচে হারের পর প্রায় পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু অধিনায়ক মিচেল মার্শ ও জশ ইংলিসের মতো ব্যাটাররা ফিরলেও স্বাগতিকদের কাছে স্রেফ উড়ে গেছে তারা। রেকর্ড ৯০ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সাত বছর পর দেশটির বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান।
শনিবার লাহোরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে অধিনায়ক সালমান আলী আগা ও উসমান খানের ফিফটিতে ৫ উইকেটে ১৯৮ রান তোলে পাকিস্তান। জবাবে ২৬ বল আগে ১০৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
টি-টুয়েন্টি রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে জয়। আগের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটি ছিল ৬৬ রানের, ২০১৮ সালের ২৪ অক্টোবর আবু ধাবিতে। সেবারই অজিদের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজ জিতেছিল তারা। এরপর টানা তিনটি সিরিজ জেতে অস্ট্রেলিয়া।
অন্যদিকে রানের হিসেবে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় পরাজয়। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানের ব্যবধানে হেরেছিল তারা।
প্রথম ম্যাচে ২২ রানে হারের পর এদিন একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে সাহিবজাদা ফারহানের (৫) বিদায়ে ভাঙে ১৭ রানের উদ্বোধনী জুটি। এরপর অস্ট্রেলিয়ার ওপর ঝড় তোলেন সাইম আইয়ুব ও সালমান। দ্বিতীয় উইকেটে ২৫ বলে ৫৫ রান যোগ করেন তারা। সাইমের (২৩) বিদায়ে এই জুটি ভাঙার পর দ্রুত সাজঘরের পথ দেখেন বাবর আজমও (২)।
৪০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ক্যারিয়ার সেরা ৭৮ রানের ইনিংস খেলে শন অ্যাবটের শিকার হয়ে ফেরেন সালমান। পঞ্চম উইকেটে ৬৩ রানের জুটিতে দলকে বড় সংগ্রহ এনে দেন উসমান ও শাদাব খান। ৫৩ রান করে ফেরেন উসমান। শাদাব অপরাজিত থাকেন ২৮ রানে।
লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। পরপর দুই বলে সাজঘরের পথ দেখেন দুই ওপেনার মার্শ (১৮) ও ট্র্যাভিস হেড (৪)। পঞ্চম ওভারে আউট হন ইংলিসও (৫)। তবে ক্যামেরন গ্রিনের ব্যাটে ৩ উইকেট ৪৮ রান নিয়ে পাওয়ারপ্লে শেষ হয় সফরকারীদের।
স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে এরপরই ভেঙে পড়ে তাদের পুরো ব্যাটিং লাইন আপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫ ওভার ৪ বলে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ২০ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন গ্রিন।
৩টি করে উইকেট নেন শাদাব ও আবরার আহমেদ।
রোববার একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।















মন্তব্য করুন: