পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা হলো না রউফের
২৫ জানুয়ারি ২০২৬
টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এর মাঝেই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি। জায়গা হয়নি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের সর্বোচ্চ উইকেট শিকারি ফাস্ট বোলার হারিস রউফের।
রোববার সালমান আলী আগাকে অধিনায়ক করে এই দল ঘোষণা করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা দলের প্রায় সবাই আছেন বিশ্বকাপ স্কোয়াডে। বাদ পড়েছেন কেবল ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর শনিবার বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানায় আইসিসি। অবশ্য বিষয়টি গত বুধবারের অনলাইনে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে জানা গিয়েছিল।
এ ঘটনায় আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে আখ্যা দিয়ে শনিবার স্থানীয় সময় বিকেলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সরকারের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।
এর ২৪ ঘণ্টা না পেরুতেই দল ঘোষণা করল পাকিস্তান। এ বিষয়ে নির্বাচকমণ্ডলীর সদস্য আকিব জাভেদ বলেন, “আমরা হলাম নির্বাচক এবং আমাদের কাজ হলো দল ঠিক করা। আমরা বেঁধে দেওয়া সময়সীমার ঠিক আগ মুহূর্তে দল ঘোষণা করেছি। আমাদের অংশগ্রহণের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তাই এই বিষয়ে আমি আগ বাড়িয়ে কিছু বলবো না। (পিসিবি) চেয়ারম্যানও একই কথা বলেছেন। তাই আমরা তাদের (সরকার) সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো।”
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার জন্য ৩০ জানুয়ারি পর্যন্ত সময় দেয় আইসিসি।
এবারের বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে ১১ ইনিংসে ২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে আসর শেষ করেন রউফ। ডানহাতি এই ফাস্ট বোলার পাকিস্তানের জার্সিতে সবশেষ এশিয়া কাপের ফাইনালে খেলেছিলেন। ভারতের বিপক্ষে ফাইনালে তার খরুচে বোলিংয়ের কারণে শেষ পর্যন্ত শিরোপা জিততে ব্যর্থ হয় পাকিস্তান।
আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোয় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, ভারত ও নামিবিয়া।
টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল:
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নাওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।















মন্তব্য করুন: