যুক্তরাষ্ট্র বিশ্বকাপ দলে লঙ্কান ক্রিকেটার
৩০ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কার হয়ে এক সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা অলরাউন্ডার শিহান জয়াসুরিয়াকে নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার মোনাক প্যাটেলকে অধিনায়ক করে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে দেশটি।
শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ১২ ওয়ানডে ও ১৮ টি-টুয়েন্টি খেলেছিলেন জয়াসুরিয়া। তবে খুব একটা সফল ছিলেন না তিনি। ওয়ানডেতে ১০ ইনিংসে বাঁহাতি এই ব্যাটার এক ফিফটিতে রান করেন ১৯৫। টি-টুয়েন্টিতে ১৬ ইনিংসে তার রান ২৪১। ডানহাতি অফস্পিনে দুই ফরম্যাটেই নেন ৩টি করে উইকেট।
৩৪ বছর বয়সী জয়াসুরিয়া ছাড়া যুক্তরাষ্ট্র দলের আরেক নতুন মুখ হলেন পাকিস্তানে জন্ম নেওয়া লেগস্পিন-অলরাউন্ডার মোহাম্মদ মহসিন।
২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র দলের ১০ জন সদস্য আছেন ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে। সবশেষ আসরের সহ-আয়োজক দেশটি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমে সুপার এইটে উঠেছিল।
দুর্নীতির দায়ে নিষেধাজ্ঞায় থাকায় দলে জায়গা হয়নি তারকা ব্যাটার অ্যারন জোন্সের।
আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিন মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। ‘এ’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
টি-টুয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দল:
মোনাক প্যাটেল (অধিনায়ক), জাসদীপ সিং, আন্দ্রিয়েস গাস, শিহান জয়াসুরিয়া, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমুর্তি, হার্মিত সিং, নসতুস কেনজিয়ে, শ্যাডলি ফন শল্কভিক, সৌরভ নেত্রবল্কার, আলী খান, মোহাম্মদ মহসিন, শুভম রানজানে।















মন্তব্য করুন: