জ্যোতির রানে ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

৩০ জানুয়ারি ২০২৬

জ্যোতির রানে ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অবশেষে রানের দেখা পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের রানে ফেরার দিনে স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়ে টানা ষষ্ঠ ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার নেপালের কীর্তিপুরে সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ১৯১ রান তোলে বাংলাদেশ, টি-টুয়েন্টিতে এটি দলের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রান তুলতে পারে স্কটল্যান্ড।

এর আগে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে বাংলাদেশ। এই নিয়ে টানা সপ্তমবারের মতো টি-টুয়েন্টির বিশ্ব আসরে খেলবে তারা।

গ্রুপপর্ব ও সুপার সিক্স মিলিয়ে আগের পাঁচ ম্যাচে মোট ৪৮ রান করতে পেরেছিলেন জ্যোতি, সর্বোচ্চ ইনিংস ছিল ২১ রানের। এদিন ব্যাট হাতে ঝড় তুলে ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ইনিংসে ম্যাচসেরা হন বাংলাদেশ অধিনায়ক।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। অষ্টম ওভারের শেষ বলে দিলারার (৩৯) বিদায়ে ভাঙে ৬৭ রানের উদ্বোধনী জুটি। এক বল পর সাজঘরের পথ দেখেন জুয়াইরিয়াও (২২)। ১৫ রান করে রান আউটে কাটা পড়েন শারমিন আক্তার।

১১ ওভারে ৮৬ রানে ৩ উইকেট হারানোর পর জুটি বাঁধেন জ্যোতি ও সোবহানা মোস্তারি। চতুর্থ উইকেটে ৫২ বলে এই দুই ব্যাটার দলের খাতায় যোগ করেন ১০০ রান। ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রান করা সোবহানার বিদায়ে ভাঙে এই জুটি। শেষ ৪ ওভারে দলের খাতায় যোগ হয় ৬৪ রান।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। আগের ম্যাচের মতো এদিনও প্রথম বলে উইকেট তুলে নেন মারুফা আক্তার। পাওয়ারপ্লেতে স্কটিশরা হারায় ৪ উইকেট। শুরুর ধাক্কা পরে আর কাটিয়ে উঠতে পারেনি তারা।

৭৮ রানে নবম উইকেট পতনের পর তাদের অলআউট হওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তবে শেষ দুই ব্যাটারের দৃঢ়তায় পরের ২১ বলে আর কোনো উইকেট পাননি বাংলাদেশের বোলাররা।

২৫ রানে ৩ উইকেট নেন মারুফা।

আগামী রোববার নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে জ্যোতির দল।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add