রুটের অলরাউন্ড নৈপুণ্যে ১১ ওয়ানডে পর দেশের বাইরে জিতল ইংল্যান্ড
২৫ জানুয়ারি ২০২৬
জো রুটের অলরাউন্ড নৈপুণ্যে ১১ ম্যাচ পর দেশের বাইরে ওয়ানডে জিতেছে ইংল্যান্ড। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে তারা।
শনিবার কলম্বোয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ বল আগে ২১৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে রুটের ফিফটির সুবাদে ২২ বল আগে লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড।
এর আগে ঘরের বাইরে ওয়ানডেতে ইংল্যান্ডের সবশেষ জয়টি আসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০২৪ সালের ২ নভেম্বর স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছিল তারা। এরপর প্রতিপক্ষের মাঠে খেলা ১১ ওয়ানডের সবকটিতেই হারে ইংলিশরা।
এদিন আর প্রেমাদাসা স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেটে রেকর্ড ৪০ ওভার ৩ বল স্পিনারদের দিয়ে বোলিং করায় ইংল্যান্ড। এক ওয়ানডেতে স্পিনারদের দিয়ে এর আগে দেশটি সর্বোচ্চ ৩৬ ওভার বোলিং করিয়েছিল ১৯৮৫ সালের মার্চে শারজায়।
টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ছয় ব্যাটার ২০ বা তার বেশি রান করেন। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক চারিত আসালাঙ্কা।
দলের অষ্টম বোলার হিসেবে বোলিংয়ে আসা রুট ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে দুই উইকেট নিয়ে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দেন। ডানহাতি অফস্পিনে ২ ওভার ৩ বল করে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
লক্ষ্য তাড়ায় দলীয় ২০ রানে রেহান আহমেদের উইকেট হারায় ইংল্যান্ড। তবে বেন ডাকেট ও রুটের ৬৮ রানের জুটিতে বিপদে পড়তে হয়নি তাদের। ডাকেটের (৩৯) বিদায়ের পর দ্রুত ফেরেন জ্যাকব বেথেলও (৬)।
৯৭ রানে ৩ উইকেট হারানোরো পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে জয়ের ভিত গড়ে দেন রুট ও অধিনায়ক হ্যারি ব্রুক। ৭৫ রান করা রুটের বিদায়ে ভাঙে ৮১ রানের এই জুটি। ব্রুক ফেরেন ৪২ রান করে। এরপর জস বাটলারের ঝড়ো ৩৩ রানের অপরাজিত ইনিংসে ৪৬ ওভার ২ বলে জয় পায় ইংল্যান্ড।
আগামী মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।















মন্তব্য করুন: