অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
সুপার সিক্সের কঠিন সমীকরণে ইংল্যান্ড ও জিম্বাবুয়েকে পেল বাংলাদেশ
২৪ জানুয়ারি ২০২৬
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘বি’ গ্রুপের রানার্স-আপ হিসেবে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। ফলে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড ও জিম্বাবুয়েকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ২০২০ সালের চ্যাম্পিয়নরা।
শনিবার বুলাওয়েয়োতে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে হারায় ভারত। এতে গ্রুপ রানার্স-আপ হয় বাংলাদেশ।
তিন ম্যাচে এক জয় ও এক ম্যাচে ফল না আসায় ৩ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করে আজিজুল হাকিমের দল। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে উঠেছে কিউইরা। তবে এই পুরো পয়েন্ট সুপার সিক্সে নিয়ে যেতে পারবে না দলগুলো।
‘বি’ ও ‘সি’ গ্রুপ মিলে সুপার সিক্সে হয়েছে গ্রুপ-২। সেখানে ‘বি’ গ্রুপ থেকে খেলবে ভারত, বাংলাদেশ ও নিউ জিল্যান্ড এবং ‘সি’ গ্রুপ থেকে খেলবে ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ে। সেমি-ফাইনালে যাবে গ্রুপের শীর্ষ দুটি দল।
সুপার সিক্সে প্রতিটি দল কেবল দুটি করে ম্যাচ খেলবে। এই দুটি ম্যাচ হবে অন্য গ্রুপ থেকে আসা তিনটি দলের মধ্যে দুটির বিপক্ষে। আর দলগুলো শুধু সুপার সিক্সে ওঠা নিজ গ্রুপ পর্বের প্রতিপক্ষের সঙ্গে হওয়া ম্যাচের পয়েন্ট ও নেট রানরেট সুপার সিক্সে নিয়ে আসবে।
ফলে বাংলাদেশ সুপার সিক্স অভিযান শুরু করবে ১ পয়েন্ট নিয়ে। নিউ জিল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচে পয়েন্টটি পেয়েছিল তারা। ‘বি’ গ্রুপ থেকে তাদের বাকি দুই সঙ্গী ভারত ৪ ও নিউ জিল্যান্ড ১ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের গ্রুপ-২ এ খেলা শুরু করবে।
‘সি’ গ্রুপ থেকে আসা ইংল্যান্ড ৪, পাকিস্তান ২ ও জিম্বাবুয়ে ০ পয়েন্ট নিয়ে সুপার সিক্স শুরু করবে।
আগামী সোমবার সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে পরের ম্যাচ ৩১ জানুয়ারি।
সেমি-ফাইনালে খেলার জন্য কঠিন সমীকরণ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। নিজেদের দুটি ম্যাচ তো জিততে হবেই, আজিজুলের দলকে তাকিয়ে থাকতে অন্য ম্যাচগুলোর ফলের ওপরও। ইংল্যান্ড আর ভারতের পয়েন্ট যেহেতু আগে থেকেই ৪, দুটি দলই একটি করে ম্যাচ জিতলেই বাংলাদেশের আশা শেষ হয়ে যাবে। এজন্য বৃষ্টির বাধায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার হিসেব বাদ দিলে ইংল্যান্ড অথবা ভারত – অন্তত একটি দলকে হারতে হবে তাদের দুটি ম্যাচেই।
সুপার সিক্সে ভারত খেলবে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে। দুটি ম্যাচের একটি জিতলেই তারা চলে যাবে সেমি-ফাইনালে। বাংলাদেশের একটি ম্যাচ যেহেতু ইংল্যান্ডের বিপক্ষে, তাই ইংল্যান্ডকে হারানোর পর নিউ জিল্যান্ডের কাছে ইংল্যান্ডের হারেই কেবল বাংলাদেশের সম্ভাবনা টিকে থাকবে। তখন বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ১ পয়েন্ট এগিয়ে থাকা পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান তখন ভারত ও নিউ জিল্যান্ড – দুই দলকে হারিয়ে দিলে আর ভারত জিম্বাবুয়েকে হারালে, ইংল্যান্ড দুই ম্যাচে হারলেও বাংলাদেশ সেমি-ফাইনালে উঠতে পারবে না। অবশ্য এই হিসাব পাল্টে দিতে পারে বৃষ্টির বাধায় ম্যাচ পরিত্যক্ত হওয়া ঘটনাও।
তবে যাই হোক, সুপার সিক্স থেকে বাংলাদেশের সেমি-ফাইনালে যাওয়ার সম্ভবনা অনেক কম। অবিশ্বাস্য ব্যাটিং ধসে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে না হারলে এত জটিল সমীকরণের মধ্যে পড়তে হতো না বাংলাদেশকে। তখন তারা সুপার সিক্স শুরু করতো ৩ পয়েন্ট নিয়ে।
সুপার সিক্সে গ্রুপ-২ এর ম্যাচের সূচি:
২৬ জানুয়ারি: বাংলাদেশ – ইংল্যান্ড
২৭ জানুয়ারি: নিউ জিল্যান্ড – পাকিস্তান; ভারত – জিম্বাবুয়ে
৩০ জানুয়ারি: ইংল্যান্ড – নিউ জিল্যান্ড
৩১ জানুয়ারি: বাংলাদেশ – জিম্বাবুয়ে; ভারত – পাকিস্তান
সুপার সিক্সে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিল:
|
দল |
ম্যাচ |
জয় |
পরাজয় |
পরিত্যক্ত |
পয়েন্ট |
রানরেট |
|
ভারত |
২ |
২ |
০ |
০ |
৪ |
+২.৭৫১ |
|
ইংল্যান্ড |
২ |
২ |
০ |
০ |
৪ |
+১.৫৫২ |
|
পাকিস্তান |
২ |
১ |
১ |
০ |
২ |
+০.৬২৯ |
|
বাংলাদেশ |
২ |
০ |
১ |
১ |
১ |
-০.৬২১ |
|
নিউ জিল্যান্ড |
২ |
০ |
১ |
১ |
১ |
-৬.১৪৩ |
|
জিম্বাবুয়ে |
২ |
০ |
২ |
০ |
০ |
-২.৯১৬ |















মন্তব্য করুন: