বিশ্বকাপের ম্যাচ পরিচালনায় বাংলাদেশের ২ আম্পায়ার
৩০ জানুয়ারি ২০২৬
ভারত থেকে ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসি মেনে না নেওয়ায় এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নিলেও দেশের দুইজন প্রতিনিধি থাকছেন এবারের আসরে। টুর্নামেন্টের জন্য ঘোষণা করা আম্পায়ারদের তালিকায় আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচ পরিচালনার শুক্রবার ছয় জন ম্যাচ রেফারি ও ২৪ জন আম্পায়ারের চূড়ান্ত তালিকা প্রকাশ করে আইসিসি। সুপার এইট ও নকআউট পর্বের আম্পায়ারদের তালিকা পরবর্তীতে জানানো হবে।
আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শরফুদ্দৌলা এর আগেও ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন। অন্যদিকে সোহেল এবারই প্রথম ছেলেদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পেলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সাবেক বাঁহাতি স্পিনার শরফুদ্দৌলা এখন পর্যন্ত ৭৫ টি-টুয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে মাঠের আম্পায়ার হিসেবে ছিলেন ৫৪ ম্যাচে। অন্যদিকে সোহেল মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন ৪০ টি-টুয়েন্টিতে।
আগামী ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের দশম আসর। এই ম্যাচ পরিচালনায় আছেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও নিউ জিল্যান্ডের ওয়েইন নাইটস।















মন্তব্য করুন: