২ অভিষিক্তকে নিয়ে প্রথম ওয়ানডেতে বোলিংয়ে বাংলাদেশ

২ অভিষিক্তকে নিয়ে প্রথম ওয়ানডেতে বোলিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে বোলিং করবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের।

বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ দিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধীনে ওয়ানডেতে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এর আগে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে চারটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ডানহাতি এই অলরাউন্ডার।

চোট কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এই দুই অভিজ্ঞর সঙ্গে তৃতীয় পেসার হিসেবে আছেন তানজিম হাসান সাকিব।

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ওয়ানডে থেকে অবসরের পর এই ফরম্যাটে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিক ও মাহমুদউল্লাহর যে কোনো একজনকে ছাড়া প্রায় ২০ বছর ও ৩৩১ ওয়ানডে পর প্রথমবারের মতো মাঠে নামছে টাইগাররা। এই পাঁচজনের যে কোনো একজনকে ছাড়া সবশেষ ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর খেলেছিল তারা। একই ভেন্যুতে সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন: