ইংল্যান্ডে ২য় টেস্টে বিশ্রাম পেলেন বুমরাহ

ইংল্যান্ডে ২য় টেস্টে বিশ্রাম পেলেন বুমরাহ

ইংল্যান্ডের কাছে সিরিজের প্রথম টেস্ট হেরে এমনিতেই সিরিজে পিছিয়ে আছে ভারত। এবার সেই ম্যাচে দলের সেরা বোলার যশপ্রীত বুমরাহকে ছাড়াই সিরিজে ফেরার লড়াইয়ে মাঠে নেমেছে তারা। বিশ্রাম দেওয়া হয়েছে ডানহাতি এই পেসারকে।

বুধবার এজবাস্টনে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে বুমরাহর বদলে আকাশ দীপকে একাদশে নেয় ভারত। এছাড়াও একাদশে আরও দুটি পরিবর্তন আনা হয়েছে। পেস-অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডির সঙ্গে একাদশে এসেছেন স্পিন-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বাদ পড়েছেন সাই সুদর্শন ও শার্দুল ঠাকুর।

ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার সময়েই ভারতের প্রধান নির্বাচক অজিত আকারগার জানিয়েছিলেন, ওয়ার্কলোড ম্যানজেমেন্টের বিবেচনায় পাঁচ ম্যাচের সিরিজের সব ম্যাচে খেলবেন না বুমরাহ। এরপর দেশ ছাড়ার আগে প্রধান কোচ গৌতম গম্ভীর নিশ্চিত করেন, সিরিজে কেবল তিনটি ম্যাচ খেলবেন দলের পেস আক্রমণের মূল স্তম্ভ।

হেডিংলিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ভারতের বোলিং আক্রমণ অনেকটাই নির্ভর ছিল বুমরাহর ওপর। পুরো ম্যাচে তিনি বোলিং করেন ৪৩ ওভার ৪ বল, যা দলের পেসারদের মধ্যে সর্বোচ্চ। ১৪০ রান দিয়ে পান ৫ উইকেট।

তার নৈপুণ্যে প্রথম ইনিংসে লিড নিতে পারেনি ইংল্যান্ড। ২৪ ওভার ৪ বল করে ৮৩ রানে ৫ উইকেট নেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে ৩‌১ বছর বয়সী এই পেসার আলো ছড়াতে না পারায় ৩৭১ রানের লক্ষ্য দিয়েও ৫ উইকেটে ম্যাচ হারতে হয় ভারতকে। ১৯ ওভারে কোনো উইকেট না পাওয়া বুমরাহ ৫৭ রান দেন। দলের বাকি তিন পেসার মিলে ৩৯ ওভারে ১৯৪ রান দিয়ে নেন ৪ উইকেট।

মন্তব্য করুন: