তাসকিনের নৈপুণ্যে আড়াইশর আগে অলআউট শ্রীলঙ্কা

তাসকিনের নৈপুণ্যে আড়াইশর আগে অলআউট শ্রীলঙ্কা

তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে চারিত আসালাঙ্কার সেঞ্চুরির পরও সিরিজের প্রথম ওয়ানডেতে আড়াইশ রান করতে পারেনি শ্রীলঙ্কা। জয় দিয়ে সিরিজ শুরু করতে বাংলাদেশ লক্ষ্য পেয়েছে ২৪৫ রানের।

বুধবার কলম্বোয় টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৪ বল বাকি থাকতে অলআউট হয় ২৪৪ রানে। অধিনায়ক আসালাঙ্কা ফেরেন ১০৬ রান করে। চার মাস পর জাতীয় দলের হয়ে খেলতে নামা তাসকিনের শিকার ৪ উইকেট।

বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন ও তানজিম হাসান সাকিব। ইনিংসের চতুর্থ ওভারে ছন্দে থাকা পাতুম নিসাঙ্কাকে (০) কট বিহাইন্ড করান তানজিম। পরের ওভারে আরেক ওপেনার নিশান মাদুশঙ্কাকে (৬) বোল্ড করেন তাসকিন। নিজের পরের ওভারে ডানহাতি এই পেসার তুলে নেন কামিন্দু মেন্ডিসকেও (০)।

২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে থাকা দলকে টেনে তুলতে চেষ্টা করেন কুশল মেন্ডিস ও আসালাঙ্কা। তাদের জুটিতে চাপ কাটিয়েও ওঠে স্বাগতিকরা। তবে ৪৫ রান করা কুশলকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৬০ রানের এই জুটি ভেঙে দলকে স্বস্তি এনে দেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

পঞ্চম উইকেটে জানিত লিয়ানাগেকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন আসালাঙ্কা। নিয়মিত বোলাররা এই জুটি ভাঙতে ব্যর্থ হলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বল তুলে দেন নাজমুল হোসেন শান্তর হাতে। চতুর্থ বলে লিয়ানাগেকে তুলে নিয়ে ৬৪ রানের জুটি ভাঙেন সাবেক এই অধিনায়ক।

এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলে খেলতে পারেনি লঙ্কানরা। ৪৬তম ওভারে জোড়া আঘাত হেনে সেই গতি আরও কমিয়ে দেন তাসকিন। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকানো আসালাঙ্কাকে শেষ ওভারের প্রথম বলে ফেরান তানজিম। পরের বলে তাওহিদ হৃদয়ের সরাসরি থ্রোতে শেষ ব্যাটার রানআউট হলে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। শেষ ৯ ওভার ৪ বলে ৫২ রান তুলতে ৪ উইকেট হারায় তারা। তানজিমের শিকার ৩ উইকেট।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: