জিম্বাবুয়েকে গুঁড়িয়ে টেস্ট সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে টেস্ট সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার

ব্যাটারদের নৈপুণ্যের পর পেসারদের দুর্দান্ত বোলিংয়ে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়েকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। চার সেঞ্চুরির ম্যাচে স্বাগতিকদের ৩২৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ৫৩৭ রানের লক্ষ্য তাড়ায় মঙ্গলবার বুলাওয়েয়োতে ম্যাচের চতুর্থ দিন ২০৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৫ উইকেট নিয়ে স্বাগতিক ইনিংসে ধস নামান কর্বিন বোশ।

১ উইকেটে ৩২ রান নিয়ে দিনের খেলা শুরু করা জিম্বাবুয়ে ইনিংসের প্রথম বলেই আঘাত হানেন ডানহাতি এই পেসার। দ্রুত সাজঘরের পথ দেখেন প্রথম ইনিংসে ১৩৭ রান করা শন উইলিয়ামসও। ২৬ রান করা বাঁহাতি এই ব্যাটারকেও ফেরান বোশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। মাঝে অষ্টম উইকেটে ৮৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন অধিনায়ক ক্রেইগ আরভিন ও ওয়েলিংটন মাসাকাদজা। আরভিন ৪৯ ও মাসাকাদজা ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের শুরুটা মোটেও ভালো ছিল না। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়েছিল তারা। তবে অভিষিক্ত লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের রেকর্ড গড়া ১৫৩ রানের সুবাদে তা কাটিয়ে ওঠে সফরকারীরা। এরপর টেইলএন্ডারদের নিয়ে জুটি বেধে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন বোশ। দ্বিতীয় দিনের শুরুতে আর ব্যাটিংয়ে না নেমে ৯ উইকেটে ৪১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

জবাবে উইলিয়ামসের সেঞ্চুরি ছাড়া আর কোনো ব্যাটার ক্রিজে থিতু হতে না পারায় সেদিনই ২৫১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ডানহাতি পেসে ৪ উইকেট নেন ভিয়ান মুল্ডার। কেশভ মহরাজ ও অভিষিক্ত কোডি ইউসুফের শিকার ৩টি করে উইকেট।

১৬৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা প্রোটিয়ারা থামে ৩৬৯ রানে। ক্যারিয়ার সেরা ১৪৭ রান করেন মুল্ডার। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট খেলতে নামা মহরাজ করেন ৫১ রান।

আগামী রোববার একই মাঠে সিরিজের শেষ টেস্ট শুরু হবে।   

মন্তব্য করুন: