সাকিব-লিটনদের টেস্ট দলে আছে আরও চমক?
সাকিব আল হাসান বাংলাদেশের টেস্ট অধিনায়ক। লিটন দাস সহ-অধিনায়ক। এ দুজনকে নিয়েই ঘোষণা করা হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াড। এটি আলাদা করে বলার কী আছে? বলার কারণটা বুঝতেই পারছেন। আইপিএল। তা সাকিব-লিটনদের টেস্ট দলে কি আরও চমক আছে? কেমন হল দলটি? নট আউট নোমান-এ সে আলোচনাই।