আয়ারল্যান্ড সিরিজে দল নির্বাচন প্রসঙ্গে টি-টুয়েন্টি অধিনায়ক লিটন।
আমাকে পুরোপুরি বলা হয়েছে, সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে দলটা দেওয়া হবে, আমি সেই দলটা নিয়েই কাজ করতে হবে। এখানে আমার বলার কিছু থাকবে না ▷ ২৬ নভেম্বর ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন এটা আমার সিদ্ধান্ত ছিল না, পুরোটাই নির্বাচকদের সিদ্ধান্ত। নির্বাচকরা আমাকে কোন কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে ▷ ব্যাটিংয়ের সময় ব্যাটার হিসেবে খেলতে পছন্দ করি। আমার ভেতরে একবারের জন্য মনে হয় না অধিনায়ক হিসেবে খেলছি। চিন্তা করি যে কীভাবে ব্যাটার হিসেবে অবদান রাখতে পারি ▷ আমি আশা করব, মুশফিক ভাই ১০০ টেস্ট খেলার পরও উনি যেন দলের হয়ে আরও চালিয়ে যায়। কারণ ওনার মতো অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে প্রয়োজন ▷ আমি এখন দারুণ অনুভব করছি। গোল করছি, গতি ও ধার বজায় আছে। জাতীয় দলে খেলা এখনও উপভোগ করছি। শিগগির বলতে আমি বুঝিয়েছি সম্ভবত আর এক-দুই বছর ▷
মন্তব্য করুন: