এলগারের বিদায় বেলায় কোহলির অভিবাদন (ভিডিওসহ)
৪ জানুয়ারি ২০২৪
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষবারের মতো ব্যাট হাতে মাঠে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার ডিন এলগার। ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে ওঠা কেপ টাউনের পিচে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তেমন একটা সুবিধা করতে পারছিলেন না। দশম ওভারে মুকেশ কুমারের বল প্রোটিয়া অধিনায়কের ব্যাটের কানায় লেগে স্লিপে বিরাট কোহলির হাতে পড়তেই ব্যাট হাতে এলগারের ১১ বছরের ক্যারিয়ার শেষ হয়ে যায়।
ব্যাটারকে আউট করার পর প্রতিপক্ষের উল্লাস করাটাই স্বাভাবিক। কিন্তু নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে কোনো উল্লাস না করে এলগারের ক্যাচ নিয়ে চুপ হয়ে যান কোহলি। একই সঙ্গে হাতের ইশারায় গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের উদ্দেশে উল্লাসে ফেটে না পড়ার আহ্বান জানান। উল্টে মাথা ঝুঁকিয়ে এলগারকে অভিবাদন জানিয়ে তাকে জড়িয়ে ধরেন ভারতের তারকা ব্যাটার।
#MukeshKumar's nibbler gets #DeanElgar on his final test!
— Star Sports (@StarSportsIndia) January 3, 2024
Will #TeamIndia keep racking up wickets before the day's play?
Tune in to #SAvIND 2nd Test
LIVE NOW | Star Sports Network#Cricket pic.twitter.com/qftk1SpI8D
ভারত সিরিজের আগেই এলগার জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার হয়ে এটিই তার শেষ সিরিজ। প্রথম টেস্টে তার ব্যাটে ভারত হারালেও দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে তেমন সুবিধা করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। দুই ইনিংস মিলিয়ে করেন ৪ ও ১২ রান। আর এলগারের শেষ ইনিংসে তাকে সম্মান জানাতেই নিজে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানানোর পাশাপাশি দর্শকদেরও উল্লাস করতে নিষেধ করেন কোহলি।
২০১২ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর ৮৬ টেস্টে ১৫২ ইনিংসে ৫ হাজার ৩৪৭ করেছেন এলগার। ক্যারিয়ারে ২৩টি অর্ধ-শতক ও ১৪টি শতক হাঁকানো বাঁহাতি এই ব্যাটার কোনো দ্বিশতকের দেখা পাননি। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ১৯৯ রানের ইনিংস।
মন্তব্য করুন: