ফের ইনজুরির শঙ্কায় তাসকিন
২৮ জানুয়ারি ২০২৪
চোট পিছু ছাড়ছে না দেশের এক নম্বর পেসার তাসকিন আহমেদের। গত বছর ওয়ানডে বিশ্বকাপে চোট নিয়েই খেলেছিলেন। এরপর দেশে ফিরে দুই মাস বিশ্রাম নিয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন। কিন্তু গত শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে বোলিং করার সময় ফের অস্বস্তি অনুভব করেছেন তাসকিন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে তাসকিন দুই ওভার বোলিং করার পর পিঠে ব্যথা অনুভব করেন। যে কারণে তিনি নিজের দ্বিতীয় স্পেল শেষ করতে পারেননি। এছাড়া ব্যাটিংয়েও নামতে পারেননি। ম্যাচটিতে রংপুরের ১৮৩ রান তাড়া করতে নেমে ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে ঢাকা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা ঢাকার পেসার শরীফুল ইসলাম বলেন, “তাসকিন ভাইয়ের ব্যাক হালকা লেগে আসছিল (ব্যথা হচ্ছিল), সে জন্য বোলিং করেননি। ব্যাটিংয়ে নামেননি। আমরা ঝুঁকি নিতে চাইনি তাকে নিয়ে। আশা করছি পরের ম্যাচের আগে উনি ফিট হয়ে যাবেন।”
শরীফুলের আক্ষেপ, তাসকিন আরও ২ ওভার বোলিং করতে পারলে রংপুরকে আরও কম রানে থামানো যেত, “আজ (গতকাল) যে উইকেট ছিল, আমরা যদি কিছু রান কম দিতাম বা তাসকিন ভাই যদি দুইটা ওভার করতে পারতেন, হয়তো কিছু রান কম হতো। হয়তো ২টা উইকেটও পড়ত। খেলাটাও অন্য রকম হতো।”
মন্তব্য করুন: