পিএসজিতে গিয়ে ভুল করেছে নেইমার: সুয়ারেস

২০ ডিসেম্বর ২০২৩

পিএসজিতে গিয়ে ভুল করেছে নেইমার: সুয়ারেস

লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও লুইস সুয়ারেসকে নিয়ে সময়ের অন্যতম সেরা আক্রমণভাগ ছিল বার্সেলোনার। ২০১৭ সালে নেইমার পিএসজিতে পাড়ি জমালে ভেঙে যায় বিখ্যাত ‘এমএসএন ত্রয়ী’। বার্সা ছাড়লেও বড় কিছু অর্জন করতে পারেননি নেইমার। এত বছর পর নেইমারের সাবেক ক্লাব সতীর্থ লুইস সুয়ারেস বললেন, ব্রাজিল তারকার পিএসজিতে যাওয়া ছিল ভুল সিদ্ধান্ত।

বার্সায় থাকলে মেসির ছায়ায় থাকতে হবে বলেই পিএসজিতে পাড়ি জমিয়েছেন নেইমার- এমন সমালোচনাই শুনতে হয়েছে ব্রাজিল তারকাকে। মেসির থেকে দূরে গিয়েও ব্যক্তিগত অর্জন নেই ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। জেতেননি একটি ব্যালন ডি’অরও। যে দুটি ব্যালন ডি’অর প্রুতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন, সেগুলোও তিনি বার্সায় থাকাকালেই।

নেইমারের ব্যক্তিগত সেরার পুরস্কার না থাকার ব্যাপারে কথা বলতে গিয়ে সুয়ারেস ইউটিউব চ্যানেল ক্ল্যাঙ্ককে বলেন, “আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আমরা জানতাম, আমরা যদি মাঠে নিজেদের ভূমিকা ঠিকভাবে পালন করতে পারি তাহলে বার্সেলোনাকে সেরা দল বানাতে পারব। আমাদের একজন যদি ভালো না খেলত, বাকি দুজন পার্থক্য গড়ে দিতে পারত। সম্পর্কটা দুর্দান্ত ছিল।”

এরপরই সুয়ারেস নেইমারের ভুলের কথাটা জানিয়ে বলেন, “আমরা তাকে বলেছিলাম, পিএসজিতে যাওয়াটা ভুল। নেইমার যদি সেরা হতে চাইত, তাকে লিওর দলে থাকতে হতো। কিন্তু সে তার সিদ্ধান্ত নিয়েছে এবং দলে একটা শূন্যতা তৈরি করেছে।”

নেইমার বার্সেলোনা ছাড়ার আগে ২০১৪-১৫ থেকে ২০১৬-১৭ মৌসুম পর্যন্ত মেসি ও সুয়ারেসের সঙ্গে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট নয়টি শিরোপা জিতেছিলেন। ছোটবেলা থেকে বার্সেলোনার হয়ে খেলা মেসি ক্লাবটির মূল দলে অভিষিক্ত হন ২০০৪ সালে। নেইমার কাতালোনিয়ার ক্লাবটিতে যোগ দেন ২০১৩ সালে। এর পরের বছরই বার্সেলোনায় আসেন সুয়ারেজ।

ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় পিএসজিতে গিয়ে ছয় বছরেও ভালো কিছু করতে পারেননি নেইমার। প্যারিসের ক্লাবটির হয়ে ১৭৩টি ম্যাচ খেলে করেছেন ১১৮ গোল। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে আছেন।

মন্তব্য করুন: