বার্সেলোনার জয়ে লেভানদোস্কির গোল ঘিরে বিতর্ক

১২ জানুয়ারি ২০২৪

বার্সেলোনার জয়ে লেভানদোস্কির গোল ঘিরে বিতর্ক

ওসাসুনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। ২-০ গোলের এই জয়ে রবার্ট লেভানদোস্কির গোলটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ওসাসুনার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা বিতর্কিত রেফারিংয়ের শিকার। বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস অবশ্য এটাকে তেমন গুরুত্ব দিতে রাজি নন।

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালের প্রথমার্ধে লেভানদোস্কি বেশ কিছু সুযোগ নষ্ট করেন। অবশেষে ৫৯তম মিনিটে ইলকাই গিনদোয়ানের থ্রু বল ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ থেকে ডান পায়ের শটে বার্সেলোনাকে এগিয়ে নেন এই পোলিশ তারকা। এসময় ওসাসুনার খেলোয়াড়েরা রেফারির কাছে প্রতিবাদ জানান।

ওসাসুনার অভিযোগ, আক্রমণে ওঠার শুরুতে তাদের ফরোয়ার্ড হোসে আরনাইসকে ফাউল করেছিলেন বার্সা ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন। তবে তাদের অভিযোগ আমলে না নিয়ে ভিএআরের সাহায্যে রেফারি গোলের বাঁশি বাজান। ম্যাচ শেষে ওসাসুনা কোচ হাগোবা আরাসাতে বলেন, আমরা অন্যায়ের শিকার হয়েছি। পুরো ম্যাচেই রেফারিংয়ের ধরন ভিন্ন ছিল। এটা পরিস্কার ফাউল।

তবে বার্সা কোচ শাভি বলেন, প্রথমে সন্দেহ থাকলেও রিপ্লে দেখে তিনি নিশ্চিত হয়েছেন। তার ভাষায়, সত্যি বলতে, লাইভ দেখে সেটা ফাউল মনে হচ্ছিল। কিন্তু রিপ্লে দেখলে বোঝা যায়, আসলে তেমন কিছুই হয়নি। কখনও রেফারির সিদ্ধান্ত আমাদের পক্ষে আসে, কখনও বিপক্ষে কাজ করেযাই হোক, আমার মনে হয় না, আজকের ম্যাচের ফলে তার সিদ্ধান্ত ব্যবধান গড়ে দিয়েছে।

মন্তব্য করুন: