খেলোয়াড়দের বেতন দেওয়ায় ইউরোপে শীর্ষে বার্সা
১৭ ফেব্রুয়ারি ২০২৪
অর্থনৈতিক দিক দিয়ে বার্সেলোনার অবস্থা এমনিতেই নাজেহাল। খেলোয়াড় কেনায় গত পাঁচ- ছয় বছরে বিপুল পরিমাণ অর্থ খরচ করে স্প্যানিশ ক্লাবটি আয়–ব্যয়ের সমন্বয় আনতে এখনও হিমশিম খাচ্ছে। এত সমস্যার মধ্যে আবার গত মৌসুমে ইউরোপের ক্লাবগুলোর মধ্যে খেলোয়াড়দের বেতন বাবদ সর্বোচ্চ অর্থ দিতে হয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের।
শুক্রবার উয়েফার প্রকাশিত ‘ইউরোপিয়ান ক্লাব ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ রিপোর্ট’ – এ এই তথ্য উঠে এসেছে। ২০২৩ অর্থবছরে বার্সেলোনা বেতন দেয় মোট ৬৩ কোটি ৯০ লাখ ইউরো।
বার্সেলোনার পরের দুই অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের দুটি দেশের মালিকানায় থাকা পিএসজি ও ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় অবস্থানে থাকা ফরাসি লিগ চ্যাম্পিয়নরা বেতন বাবদ খরচ করে ৬১ কোটি ৭০ লাখ ইউরো। আর বেতন দেওয়ার দিক থেকে গত মৌসুমে ট্রেবল জেতা সিটির অবস্থান তালিকার তিনে। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা দলটির এ খাতে খরচ ৫৫ কোটি ৪০ লাখ ইউরো।
তালিকার চারে থাকা রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করে ৪৫ কোটি ৩০ লাখ ইউরো, যা বার্সেলোনার তুলনায় ১৮ কোটি ৬০ লাখ ইউরো কম। শীর্ষ পাঁচে থাকা লিভারপুলের বেতনে ব্যয় ছিল ৪২ কোটি ৯০ লাখ ইউরো।
অন্যদিকে, ১৪২ কোটি ইউরোতে গত মৌসুমে সবচেয়ে দামি দল গড়া ম্যানচেস্টার ইউনাইটেড বেতনের পেছনে খরচ করেছে ৩৮ কোটি ১০ লাখ ইউরো। জার্মানির ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেতন দেওয়া বায়ার্ন মিউনিখের ব্যয় ৪১ কোটি ৬০ লাখ ইউরো। আর ইতালির দলগুলোর মধ্যে সর্বোচ্চ ২৮ কোটি ৩০ লাখ ইউরো বেতন দিয়েছে ইউভেন্তুস।
মন্তব্য করুন: