শেষ আটে রিয়ালের প্রতিপক্ষ সিটি, মুখোমুখি বার্সা-পিএসজি
১৫ মার্চ ২০২৪
উয়েফা চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। শিরোপা ধরে রাখার অভিযানে এবার কোয়ার্টার-ফাইনালেই বড় বাধার মুখে পড়তে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়ালকেই।
শুক্রবার সুইজারল্যান্ডের নিওতে ২০২৩-২৪ মৌসুমের কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। চার বছর পর শেষ আটে ওঠা বার্সেলোনার প্রতিপক্ষ ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।
অন্যদিকে, টুর্নামেন্টের ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ১৪ বছর পর কোয়ার্টার-ফাইনালে ওঠা আর্সেনাল। শেষবার নকআউট পর্বে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে দুই ম্যাচে আর্সেনালের জালে জার্মান চ্যাম্পিয়নরা ১০ গোল দিয়েছিল। শেষ আটে আরেক জার্মান দল বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ।
ইউরোপ সেরার লড়াইয়ে নকআউট পর্বে টানা তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল ও সিটি। আগের দুইবারের দেখায় একবার করে জয় পায় দু’দল। ২০২১-২২ মৌসুমে প্রথম লেগ ৪-৩ গোলে জয়ের পর সান্তিয়াগো বের্নাবেউয়েও জয়ের পথে ছিল সিটি। কিন্তু একদম শেষ মুহূর্তে রদ্রিগোর জোড়া গোল এবং করিম বেনজেমার পেনাল্টিতে ৩-১ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠে রিয়াল। এরপর লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৪ বারের মতো শিরোপা ঘরে তোলে তারা।
গতবার শেষ চারের প্রথম দেখায় রিয়ালের মাঠে ১-১ ড্র করে সিটি। দ্বিতীয় লেগে ঘরের মাঠে পেপ গুয়ার্দিওলার শিষ্যরা প্রতিপক্ষকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে। শিরোপা লড়াইয়ে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরা হয় দলটি।
রিয়াল ও সিটির লড়াইয়ের জয়ী দল সেমি-ফাইনালে খেলবে বায়ার্ন অথবা আর্সেনালের বিপক্ষে। বার্সেলোনা ও পিএসজির ম্যাচের জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আতলেতিকো অথবা ডর্টমুন্ডের।
৯ ও ১০ এপ্রিল কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ শেষে ফিরতি লেগ মাঠে গড়াবে ১৬ ও ১৭ এপ্রিল। ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম লেগ মাঠে গড়াবে ৩০ এপ্রিল ও ১ মে। দ্বিতীয় লেগ হবে ৭ ও ৮ মে। আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ২০২৩-২৪ মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হবে।
কোয়ার্টার-ফাইনাল লাইন-আপ:
আর্সেনাল - বায়ার্ন মিউনিখ
আতলেতিকো মাদ্রিদ - বরুশিয়া ডর্টমুন্ড
রিয়াল মাদ্রিদ - ম্যানচেস্টার সিটি
বার্সেলোনা - পিএসজি
মন্তব্য করুন: