ম্যান ইউর সঙ্গে ড্রকে হারের সমান বললেন ফন ডাইক

৮ এপ্রিল ২০২৪

ম্যান ইউর সঙ্গে ড্রকে হারের সমান বললেন ফন ডাইক

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার লক্ষ্য নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল লিভারপুল। অন্যদিকে ঘরের মাঠে প্রতিপক্ষকে রুখতে আগেই নিজেদের সর্বস্ব উজাড় করে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইউনাইটেড। রোমাঞ্চকর ম্যাচটি ২-২ সমতায় শেষ করে তাই যেন করে দেখিয়েছে এরিক টেন হাগের শিষ্যরা। আর দলের এমন ড্রকে হারের মতোই দেখছেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

রোববার ওল্ড ট্র্যাফোর্ডে শিরোপা দৌড়ে এগিয়ে যাওয়ার অভিযানে ম্যাচের ২৩তম মিনিটেই লিভারপুলকে এগিয়ে দেন লুইস দিয়াস। প্রথমার্ধের পুরোটা সময় সেই লিড ধরেও রাখে ইয়ুর্গেন ক্লপ শিষ্যরা। কিন্তু বিরতির পরেই যেন ভিন্ন এক ইউনাইটেডকে দেখে সমর্থকরা।

৫০তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের দুর্দান্ত গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর ৬৭তম মিনিটে তরুণ ইংলিশ মিডফিল্ডার কোবি মাইনোর জাদুকরি গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ৮৪ মিনিটে পেনাল্টি থেকে মোহাম্মদ সালাহ গোল করলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে লিভারপুল। ফলে শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করার পাশাপাশি শিরোপা লড়াইয়েও কিছুটা হোঁচট খেল তালিকার দুইয়ে থাকা দলটি।

ম্যাচ শেষে এগিয়ে থেকেও জিততে না পারায় হতাশ অধিনায়ক ফন ডাইক বলেন, এটা (২–২ গোলের ড্র) হারের মতো। আবারও আমরা ভুল করেছি। আমরা অনেক সুযোগ পেয়েছি। সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আমাদের ম্যাচটি শেষ করে আসা উচিত ছিল।

অবশ্য জিততে না পারার কারণ হিসেবে সহজ সব সুযোগ মিস করাকে দায়ী করেন ক্লপ। মৌসুম শেষে লিভারপুলকে বিদায় জানাতে যাওয়া এই কোচ বলেন, “ওল্ড ট্রাফোর্ডে ১–০ গোলে এগিয়ে যাওয়া এবং (প্রথমার্ধে) ১৫–০ শটের পরিসংখ্যান অসাধারণ।

৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে লিভারপুলের অবস্থান দুইয়ে। আর সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তালিকার তিনে আছে ম্যানচেস্টার সিটি

শীর্ষে ওঠার সুযোগ হাত ছাড়া করলেও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ক্লপ বলেন, “আমরা যেখানে ছিলাম, সেখানেই আছি। আমি কি ১০ পয়েন্টের পার্থক্য আশা করব? সেটা অবশ্যই করতে পারি। কিন্তু যা পেয়েছি, সেটা মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে।

মন্তব্য করুন: