৭ ম্যাচে রোনালদোর তৃতীয় হ্যাটট্রিক, আল-নাসেরের বড় জয়

৭ ম্যাচে রোনালদোর তৃতীয় হ্যাটট্রিক, আল-নাসেরের বড় জয়

চলতি মৌসুমে আল-নাসেরের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের হয়ে মাঠে নামা সবশেষ সাত ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক করেছেন এই পর্তুগিজ মহাতারকা। অধিনায়কের আরও একবার জ্বলে ওঠার দিনে সৌদি প্রো লিগে বড় পেয়েছে আল-নাসের।

শনিবার ঘরের মাঠে আল-ওয়েহদাকে ৬-০ গোলে উড়িয়ে দেয় রোনালদোর দল। ম্যাচের পঞ্চম মিনিটে গোল উৎসবের শুরুটাও করেন তিনি। প্রতিপক্ষ গোলরক্ষক বল ক্লিয়ার করার চেষ্টায় তা বক্সের বাইরে মারেন। কিন্তু পা দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে দলকে এগিয়ে দেন রোনালদো।

১২তম মিনিটে সতীর্থের ক্রসে লাফিয়ে হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এর ৬ মিনিট পর রোনালদোর জাতীয় দল সতীর্থ ওতাভিও এবং ৪৫তম মিনিটে সাদিও মানে স্কোরশিটে নাম তুললে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

৫২তম মিনিটে সতীর্থের বাড়ানো বল বাঁ পায়ের শটে জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। চলতি মৌসুমে আল-নাসেরের হয়ে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার এটি চতুর্থ হ্যাটট্রিক। এরপর ম্যাচের ৮৮তম মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন সৌদি ডিফেন্ডার মোহাম্মদ আল-ফাতিল।

এর আগে গত মার্চ-এপ্রিলে লিগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেন ৩৯ বছর বয়সী রোনালদো। ফলে তার পুরো ক্যারিয়ারে এখন হ্যাটট্রিক সংখ্যা ৬৬টি, যার মধ্যে ৬টি করেছেন আল-নাসেরের হয়ে। এর মধ্যে ৩০টি করেন তার বয়স ৩০ হওয়ার আগে। বাকি ৩৬টি করেন গত ৯ বছরে।

এই মৌসুমে সৌদি প্রো লিগে ২৭ ম্যাচে ৩২ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় সবার উপরে আছেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে আল-নাসেরের হয়ে মৌসুমে তার গোল এখন ৪০ ম্যাচে ৪১টি।

৩০ ম্যাচে ২৪ জয় ও ২ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আল-নাসের। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আল-হিলাল।

মন্তব্য করুন: