৫ বছরের চুক্তিতে ম্যান ইউতে শেশকো

৫ বছরের চুক্তিতে ম্যান ইউতে শেশকো

পাঁচ বছরের চুক্তিতে আরবি লাইপজিগ থেকে বেনইয়ামিন শেশকোকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইডেট। জার্মান ক্লাবটি থেকে স্লোভেনিয়ার এই ফরোয়ার্ডকে দলে নিতে ৭ কোটি ৩৭ লাখ পাউন্ড খরচ করেছে তারা।

শনিবার এক বিবৃতিতে শেশকোকে দলে নেওয়ার কথা জানায় ইউনাইটেড। ২২ বছর বয়সী এই ফুটবলারকে দলে নিতে চেষ্টা চালিয়েছিল আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডও। তবে তিনি রুবেন আমুরির দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

২০২৩ সালে জালট্সবুর্গ থেকে লাইপজিগে যোগ দেন শেশকো। দুই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৭ ম্যাচে করেছেন ৩৯ গোল ও ৮ অ্যাসিস্ট। এর মধ্যে বুন্ডেসলিগায় ৬৪ ম্যাচে ২৭ গোল করেছেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বর্তমানে ২৩ বছরের নিচে থাকা খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে শেশকোই সর্বোচ্চ গোলদাতা।

ইউনাইটেডে যোগ দিয়ে শেশকো বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাস অবশ্যই খুবই বিশেষ, কিন্তু যা আমাকে সত্যিই রোমাঞ্চিত করছে তা হলো ভবিষ্যৎ।

যখন থেকে আমি এখানে এসেছি, তখন থেকেই ক্লাবের ইতিবাচক শক্তি এবং পারিবারিক পরিবেশ অনুভব করেছি। এটা স্পষ্টভাবে সেই উপযুক্ত জায়গা যেখানে আমি আমার সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারব এবং আমার সব স্বপ্ন পূরণ করতে পারব। রুবেনের কাছ থেকে শেখা শুরু করতে এবং সতীর্থদের সঙ্গে মিলিত হয়ে সেই সাফল্য অর্জন করতে আমি আর অপেক্ষা করতে পারছি না।

আগের মৌসুমে ভরাডুবির পর চলতি দলবদলে ইউনাইটেডের আক্রমণভাগে এটি তৃতীয় বড় সাইনিং। এর আগে উলভারহ্যাম্পটন থেকে ৬ কোটি ২৫ লাখ পাউন্ডে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনিয়া এবং ব্রেন্টফোর্ড থেকে সাড়ে ৬ কোটি পাউন্ডে ব্রায়ান এমবুমোকে দলে নেয় ইংলিশ ফুটবলের অন্যতম সফল দলটি।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৫তম স্থানে থেকে শেষ করে ইউনাইটেড, যা ইংলিশ শীর্ষ লিগে ৫১ বছরের মধ্যে তাদের সবচেয়ে বাজে অবস্থান। নতুন মৌসুম শুরুর আগে দলবদলে এখন পর্যন্ত প্রায় ২০ কোটি পাউন্ড খরচ করেছে তারা।

মন্তব্য করুন: