অনেক ভুলের ম্যাচে ১ পয়েন্ট পেয়ে গোলরক্ষকের প্রশংসায় বার্সা কোচ
১ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক বিরতির আগে লা লিগায় শেষ ম্যাচ খেলতে নেমে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। রায়ো ভায়েকানোর সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যাচে শিষ্যদের একাধিক ভুলে ক্ষুব্ধ হয়েছেন কোচ হানসি ফ্লিক। তবে গোলরক্ষক জোয়ান গার্সিয়ার পারফরম্যান্সের প্রশংসা করতে ভোলেননি তিনি।
রোববার ভায়েকানোর মাঠে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন লামিনে ইয়ামাল। স্প্যানিশ এই তরুণকে ফাউল করেছিলেন রায়োর পেপ চাভারিয়া। তবে রেফারির দেওয়া সেই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় বিতর্ক। প্রথমার্ধে ভিএআর সঠিকভাবে কাজ না করায় সিদ্ধান্তটি পুনরায় পর্যালোচনার সুযোগ ছিল না।
দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের সমতায় ফেরান বদলি খেলোয়াড় ফ্রান পেরেস। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় বার্সেলোনাকে।
৫৭ শতাংশ সময় বল দখলে রাখা ফ্লিকের শিষ্যরা গোলের জন্য নেওয়া ১২টি শটের মধ্যে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে গোলের জন্য সমান শট নেওয়া ভায়েকানোর লক্ষ্যে থাকে ছয়টি।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্সের সমালোচনা করে বার্সেলোনা কোচ বলেন, “আমরা এক পয়েন্টের বেশি পাওয়ার যোগ্য ছিলাম না। দিন শেষে আমাদের একজন অসাধারণ গোলরক্ষক রয়েছে। কারণ আজকে আমরা অনেক ভুল করেছি। আমি দলে খুশি নই। বল সহজে হারিয়েছি, অনেক ভুল করেছি।… এ কারণেই রায়ো ম্যাচে ফিরেছে। আমাদের আরও অনেক ভালো খেলতে হবে।”
গার্সিয়ার ভালো কয়েকটি সেভ না করলে ম্যাচটি হয়তো হেরে যেত বর্তমান চ্যাম্পিয়নরা। মৌসুমের শুরুতে এস্পানিওল থেকে আড়াই কোটি ইউরোতে দলে নেওয়া এই গোলরক্ষক ছয়টি সেভ করেন। ম্যাচসেরাও নির্বাচিত হন ২৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।
গার্সিয়াকে প্রশংসায় ভাসিয়ে ফ্লিক বলেন, “জোয়ান অসাধারণ ম্যাচ খেলেছে এবং আমাদের এক পয়েন্ট এনে দিয়েছে। আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বল পায়ে তার প্রথম পাসটাও দারুণ ছিল। সত্যি বলতে সে কোনো ভুল করেনি। গোলপোস্টে তার আত্মবিশ্বাস চমৎকার। তাকে সাইন করা সঠিক সিদ্ধান্ত ছিল।”
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
মন্তব্য করুন: