জোড়া গোলে রোনালদো-হলান্দের রেকর্ড ভাঙলেন কেইন
২৭ সেপ্টেম্বর ২০২৫

বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে হ্যারি কেইনের গোলের রথ চলছেই। এবার জার্মান ক্লাবটির হয়ে জোড়া গোল করে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্লিং হলান্দকে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ গোলের কীর্তি গড়েছেন ইংলিশ এই স্ট্রাইকার।
শুক্রবার বুন্ডেসলিগায় ভের্ডার ব্রেমেনকে ৪-০ গোলে হারায় বায়ার্ন। দুই অর্ধে গোল দুটি করেন কেইন।
প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করেন এই স্ট্রাইকার। বায়ার্নের হয়ে টানা ১৮টি পেনাল্টিতে সফল হলেন তিনি। ৬৫তম মিনিটে দ্বিতীয় গোলটি করে জার্মান ক্লাবটির হয়ে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন ইংলিশ অধিনায়ক।
বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০ গোল করতে কেইন ম্যাচ খেলেছেন ১০৪টি।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো এবং ম্যানচেস্টার সিটির হয়ে হলান্দ নিজেদের শততম গোলটি করেছিলেন ১০৫তম ম্যাচে।
ম্যাচ শেষে ইএসপিএনকে কেইন জানান, রোনালদো-হলান্দের রেকর্ডের কথা জানতেন তিনি।
“অবশ্যই রেকর্ডটির কথা জানতাম। এটা নিয়ে কিছু না শোনা বা না দেখা ছিল খুবই কঠিন। বড় অর্জন এটি। প্রথমত, যে কোনো ক্লাবের হয়েই ১০০ গোল করা দারুণ দারুণ অর্জন। দ্বিতীয়ত, বায়ার্নের মতো ক্লাবের হয়ে করতে পারাটা আরও স্পেশাল। এরপর রোনালদোর মতো সর্বকালের সেরাদের একজন ও হলান্ডের মতো গ্রেট হয়ে ওঠার পথে থাকা একজনের চেয়ে কম ম্যাচে এটা করতে পারা আরও দারুণ ব্যাপার।”
“যখন আরও বয়স হবে, পেছন ফিরে তাকিয়ে বুঝতে পারব এসব অসাধারণ অর্জন। আপাতত এখন সময় এসব উপভোগের।”
বায়ার্নের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা কেইন এখন পর্যন্ত লিগে পাঁচ ম্যাচে ১০ গোল করেছেন। আগের ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ৩২ বছর বয়সী এই তারকার গোল সংখ্যা ১৫টি।
লিগে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বায়ার্ন।
মন্তব্য করুন: