২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব
২৮ সেপ্টেম্বর ২০২৩

ধাপে ধাপে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাট থেকে সরে দাঁড়িয়ে ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। এমনকি ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের পর পরই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বুধবার দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের এই পরিকল্পনার কথা জানান সাকিব।
“২০২৫ – এর চ্যাম্পিয়নস ট্রফি ওডিআইর জন্য। টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এরপরেই শেষ।”
তবে টেস্ট ক্রিকেট থেকে আরও আগেই অবসর নিতে পারেন বলে জানান বিশ্বসেরা অল-রাউন্ডার। এমনকি তা হতে পারে বিশ্বকাপের পর পরই।
“তিন ফরম্যাটে রিটায়ার করবো একসাথে তবে খেলা ছাড়ব এক এক ফরম্যাট করে। এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর অবসর ঘোষণা করব।… ভবিষ্যতে কি হতে পারে তা কেউ জানে না তবে এটি আমার মোটামুটি পরিকল্পনা।”
এশিয়া কাপ শেষে দলের অধিনায়কত্ব থেকেও সরে আসতে চেয়েছিলেন বলে জানান সাকিব। তবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে রাজি হন তিনি।
এশিয়া কাপেও দলের দায়িত্ব নিতে প্রথমে রাজি হননি সাকিব। পরে দলের কথা চিন্তা করে এ দায়িত্ব নেন তিনি। বিশ্বকাপ শেষেই অধিনায়কের পদ থেকে সরে যাবেন বলে জানান সাকিব।
“বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই ওয়ার্ড কাপ পর্যন্তই আমি ক্যাপটেন্সি করব। এর একদিন পরেও না।”
সাকিব জানান, ১৭ সেপ্টেম্বর বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপনকে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে চান না বলে জানিয়েছিলেন তিনি।
“আমি পাপন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি, সিইওকে (বিসিবি) মেইল করি। তাদেরকে জানাই আমি অধিনায়ক থাকতে চাই না।”
সাকিবের এ রকম সিদ্ধান্তের কারণ জানতে চাওয়া হলে তিনি জানান, যে কারণে এশিয়া কাপের আগে অধিনায়কত্ব নিতে চাননি ঠিক সে কারণেই বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দিতে চাননি।
সাকিবের জানান, এখন তিনি শুধু ম্যাচে ১০ ওভার বল করতে চান; যখন ফিল্ডিং করবেন তখন সেরাটা দিতে চান এবং ভালোভাবে ব্যাটিং করতে চান। এই বয়সে এসে বাড়তি কোনো চাপ নিতে চান না তিনি। খেলাটাকে শুধু উপভোগ করে যেতে চান।
গুয়াহাটিতে আগামী ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিবের দল।
আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ।
মন্তব্য করুন: