ভারত-পাকিস্তান উত্তেজনায় ৭ দিনের জন্য আইপিএল স্থগিত

ভারত-পাকিস্তান উত্তেজনায় ৭ দিনের জন্য আইপিএল স্থগিত

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার কারণে সাত দিনের জন্য আইপিএলের চলতি আসর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন সূচি ও ভেন্যুর বিষয়ে জানানো হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন সংস্থাটির সচিব দেবজিত সাইকিয়া।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে এক বিবৃতিতে বলা হয়, “বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে খেলোয়াড়দের উদ্বেগ ও আবেগের বিষয়টি জানানোর পর আইপিএল গর্ভনিং কাউন্সিল এই সিদ্ধান্তটি (টুর্নামেন্ট স্থগিত) নিয়েছে। একইসঙ্গে সম্প্রচারকারী প্রতিষ্ঠান, স্পনসর ও সমর্থকদের ভাবনাও বিবেচনায় নেয়া হয়েছে। ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির প্রতি পূর্ণ আস্থা থাকলেও, বিসিসিআই মনে করেছে সকল অংশীদারের সম্মিলিত স্বার্থে এখনই এই পদক্ষেপ নেওয়াই যুক্তিযুক্ত।

এর আগে শুক্রবার টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্ট স্থগিত করার বিষয়ে জানিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ। এরই মধ্যে দলগুলো তাদের খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভারতের ভেতর ও বাইরের যেসব ফ্লাইট পাওয়া যাচ্ছে, সেগুলোর টিকিট কেটে সরিয়ে নিতে শুরু করেছে।

সীমান্তে পরিস্থিতির অবনতি ঘটার পর বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি প্রথম ইনিংস চলার সময় পরিত্যক্ত ঘোষণা করা হয়। ধর্মশালাসহ আশপাশের এলাকার বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার সকালে বিশেষ ট্রেনে দিল্লি পৌঁছে দেওয়া হয় উভয় দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের।

ধর্মশালার পরিত্যক্ত ম্যাচটি সহ আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ হয়েছে। গ্রুপ পর্বে আরও ১২টি ম্যাচ বাকি ছিল, যেগুলোর ভেন্যু ছিল লক্ষ্ণৌ (২টি), হায়দরাবাদ, আহমেদাবাদ (৩টি), দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু (২টি), মুম্বাই ও জয়পুর। প্লে-অফ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা হায়দরাবাদ ও কলকাতায়।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add