বিশ্বকাপ দল ঘোষণায় যে কৌশল বেছে নিল পাকিস্তান

বিশ্বকাপ দল ঘোষণায় যে কৌশল বেছে নিল পাকিস্তান

আগামী জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ খেলবে পাকিস্তান। সেই টি-টুয়েন্টি সিরিজ দুটিকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখান থেকেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল সাজানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার ঘোষণা করা দলে চোটের কারণে ঘরের মাঠে নিউ জিল্যান্ড সিরিজে বাইরে থাকা পেসার হারিস রউফ উইকেটরক্ষক আজম খান। এছাড়াও সিরিজের মাঝপথে চোটের কারণে ছিটকে যাওয়া মোহাম্মদ রিজওয়ান ইরফান খানকেও দলে রাখা হয়েছে। চোটের কাটিয়ে এই চার ক্রিকেটার দলের সঙ্গে আয়ারল্যান্ড সিরিজেই পুরো ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের।

আয়ারল্যান্ড ইংল্যান্ড সফর দিয়ে ২০২২ সালের পর পাকিস্তান টি-টুয়েন্টি দলে ফিরেছেন পেসার হাসান আলী। অন্যদিকে, টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির ইমাদ ওয়াসিমও দলে আছেন। তবে নিউ জিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন লেগ-স্পিনার উসামা মীর পেসার জামান খান।

আগামী ১০ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে। এরপর ২২ মে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের সিরিজ। এই দুই সিরিজের স্কোয়াড থেকে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে পিসিবি। ২৫ মের মধ্যে বিশ্বকাপের মূল দল ঘোষণা করার সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি।

আয়ারল্যান্ড ইংল্যান্ড সফরের পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, আগা সালমান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি উসমান খান।

মন্তব্য করুন: