আকবরের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং দল ঘোষণা

আকবরের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য আকবর আলীকে অধিনায়ক করে বাংলাদেশ ইমার্জি দল ঘোষণা করেছে বিসিবি। আগামী বুধবার তিনটি একদিনের এবং দুটি চারদিনের ম্যাচ খেলতে দেশে আসবে প্রোটিয়ারা।

শুকবার এক বিবৃতিতে সিরিজের সূচি ও দল ঘোষণা করে বিসিবি। ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারফর্ম করা বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার। এছাড়াও দলে আছেন বিভিন্ন সময় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা ক্রিকেটাররা।

গত যুব বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার পর ঘরোয়া ক্রিকেটের আলো ছড়ানো মাহফুজুর রহমান রাব্বি আছেন এবারের দলে। আরও দলে আছেন ব্যাটিংয়ে আলো ছড়ানো আরিফুল ইসলাম ও জিশান আলম।

আকবর ছাড়াও ২০২০ যুব বিশ্বকাপ জয়ী দল থেকে ইমার্জিং দলে জায়গা পেয়েছেন রকিবুল হাসান। এবারের ডিপিএলে যৌথভাবে সর্বোচ্চ ৩০ উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার।

বোলিংয়ে আরও আছেন লেগ স্পিনে ১৯ উইকেট শিকার করে ডিপিএলে নজর কাড়া ওয়াসি সিদ্দিক। পেস আক্রমণে রিপন মণ্ডলের সঙ্গে আছেন মারুফ মৃধা।

আগামী  ১২ মে রাজশাহীতে মাঠে গড়াবে দু'দলের প্রথম এক দিনের ম্যাচ। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ মে।

২০ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচটি। এরপর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৭ মে শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি।

সব মিলিয়ে চলতি মাসে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ। ইমার্জিং দলের সিরিজ মাঠে গড়ানোর আগেই দেশের মাটিতে শুরু হবে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ। মাসের মাঝামাঝি সময়ে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আলাদা আলাদা টি-টুয়েন্টি সিরিজ খেলতে দেশ ছাড়বে জাতীয় দল।

বাংলাদেশ ইমার্জিং দল:

আকবর আলী (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিক, রকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল, আসাদুজ্জামান।

মন্তব্য করুন: