রানখরা ছাড়া অধিনায়ক লিটনের অন্য কোনো ‘দুর্বলতা’ নেই
১১ মে ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে এই ফরম্যাটে পূর্ণ মেয়াদে অধিনায়কের দায়িত্ব পালন করতে যাচ্ছেন লিটন দাস। তবে নতুন অধিনায়ককে নিয়ে বড় দুশ্চিন্তার নাম তার ব্যাটে রানখরা। বিষয়টি মানছেন মোহাম্মদ সালাউদ্দিনও। কিন্তু জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচের মতে, রান না পাওয়া ছাড়া আর দুর্বলতা নেই অধিনায়ক লিটনের।
২০২১ সাল থেকে বিভিন্ন সময়ে তিন ফরম্যাটেই জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন। তার নেতৃত্বে সবশেষ গত বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টুয়েন্টি সিরিজে তাদের হোয়াইটওয়াশড করেছিল বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন এই উইকেটকিপার-ব্যাটার।
আরব আমিরাত ও পাকিস্তান সফরকে সামনে রেখে গত সপ্তাহ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন সালাউদ্দিন। এর আগে বিপিএলে এই কোচের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেতৃত্বে ছিলেন লিটন। ফলে শিষ্যের নেতৃত্ব গুণ ও দুর্বলতাগুলোও বেশ ভালোই জানা সালাউদ্দিনের।
সংবাদ সম্মেলনে এই সিনিয়র সহকারী কোচ বলেন, “অধিনায়ক হিসেবে লিটনের শক্তির জায়গা... সে খুব ভালো ট্যাকটিশিয়ান। বোলারের শক্তি সম্পর্কে তার ভালো ধারণা আছে। প্রতিপক্ষ সম্পর্কে খুব ভালো বিশ্লেষণ করে। কীভাবে ফিল্ড সেট-আপ করতে হবে, খেলাটা এগিয়ে নিতে হবে, ব্যাটিংটা এগিয়ে নিতে হবে – সেই সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, বোলার সামলানো বলেন, দল সামলানো বলেন – সবকিছুই তার ভালো।”
“আর দুর্বলতার কথা যদি বলেন, এখন যেহেতু কিছু দিন ধরে সে রান করেনি। এটা হয়তো আপাতত তার দুর্বলতা আছে। তবে আমি মনে করি সে এটা থেকে বেরিয়ে আসবে।”
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সাম্প্রতিক সময়টা একদমই ভালো যাচ্ছে না লিটনের। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া এই ব্যাটার মোটে ১৭ রান করে। জাতীয় দলের জার্সিতে এই ফরম্যাটে সবশেষ ২৪ ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন কেবল একবার।
দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী বুধবার সকালে আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ মে।
এই সফর শেষে সূচি অনুযায়ী ২১ মে পাকিস্তান যাওয়ার কথা লিটনের দলের। কিন্তু ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে সিরিজ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
মন্তব্য করুন: