বাংলাদেশের বিপক্ষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে টাইমড আউট প্রসঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথিউস।
ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। তারা আমার বন্ধু, তাদের বিরুদ্ধে আমার কিছু নেই। আমাদের সঙ্গে সবসময় ভালো (আচরণ) করেছে ওরা। কিন্তু আমি ক্ষোভ পুষে রাখি না ▷ ১৬ জুন ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন হয়তো শেষের ১৫ মিনিট বাজে খেলাটা আমাদের জন্য ভালোই হয়েছে। এসব থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং পরেরবার আরও অনেক সতর্ক থাকতে হবে ▷ ওরা খুব ভালো খেলছিল আর আমাদের তখন উইকেট দরকার ছিল। আমি তানভীরকে বলেছি আমাদের উইকেট দরকার, ইতিবাচক থাকে যেন। এ ছাড়া আমরা জিততে পারব না ▷ আমরা ভালো খেলিনি। প্রথম ইনিংসে আমরা যেভাবে ব্যাট করেছি তা মোটেও ভালো ছিল। সেটাই আমাদের ম্যাচটি হারিয়েছে ▷ এটা আমি ব্যক্তিগত কিছু থেকে বা রাগ থেকে এটা করেছি। এটা আমি পরিষ্কার করলাম। এটা কেবল দলের ভালোর জন্যই এবং এখানে ব্যক্তিগত কিছু নেই ▷
মন্তব্য করুন: