সাকিবের জাতীয় দলে ফেরার প্রসঙ্গে বিসিবির নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।
আশা করব, সাকিব ফিট থাকবে ও ভালো ক্রিকেট খেলবে। ক্রিকেট বোর্ডে যে নির্বাচক কমিটি আছে, তারা দেখবে। দল নির্বাচনের একটা প্রক্রিয়া আছে। আমরা সেটা আমরা সম্মান করব ▷ ৩০ মে ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন ভালো ক্রিকেট খেললেই হবে না, স্মার্ট ক্রিকেট খেলতে হবে। স্মার্ট ক্রিকেট খেললে অনেক কিছুই সম্ভব ▷ আমার বিশ্বাস ছিল, কলম্বোর উইকেটের জন্য ওর বোলিংটা উপযুক্ত হবে।… এই ম্যাচে আমার পরিকল্পনাই ছিল, আর কেউ খেলুক না খেলুক, মাহেদী খেলবে ▷ হয়তো শেষের ১৫ মিনিট বাজে খেলাটা আমাদের জন্য ভালোই হয়েছে। এসব থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং পরেরবার আরও অনেক সতর্ক থাকতে হবে ▷ ওরা খুব ভালো খেলছিল আর আমাদের তখন উইকেট দরকার ছিল। আমি তানভীরকে বলেছি আমাদের উইকেট দরকার, ইতিবাচক থাকে যেন। এ ছাড়া আমরা জিততে পারব না ▷
মন্তব্য করুন: