নাটকীয় ধসে ২২৫ রানে অলআউট অস্ট্রেলিয়া
১৩ জুলাই ২০২৫

স্টিভেন স্মিথ ও ট্র্যাভিস হেডের ব্যাটে ভালো অবস্থানে থেকেই ডিনার বিরতিতে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ পেস তোপে দিশেহারা হয়ে ধসে পড়ল পুরো ব্যাটিং অর্ডার। ৬৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে আড়াইশর আগেই গুটিয়ে গেছে সফরকারীরা।
জ্যামাইকায় শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্টে শনিবার প্রথম দিনের তৃতীয় সেশনে ২২৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দিনের শেষ ৪৫ মিনিট ব্যাটিং করে ১ উইকেটে ১৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচ দিয়ে ১২ বছর পর কোনো টেস্টে খেলার জন্য ফিট থাকা ন্যাথান লায়নকে ছাড়াই মাঠে নেমেছে অজিরা। চোটের কারণে ২০২৩ সালের অ্যাশেজে তিন ম্যাচে খেলতে পারেননি এই অফ-স্পিনার। এর আগে সবশেষ ফিট থাকা অবস্থায় ২০১৩ সালে ইংল্যান্ডে হওয়া অ্যাশেজের এক টেস্টে একাদশের বাইরে ছিলেন তিনি।
টস জিতে ব্যাটিংয়ে নামা সফরকারীরা শুরু থেকেই ক্যারিবিয়ান পেসারদের তোপ সামলাতে হিমশিম খায়। ১৭তম ওভারের প্রথম বলে সিরিজ জুড়ে ব্যর্থ স্যাম কনস্ট্যাসকে (১৭) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ২৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন জাস্টিন গ্রেভস। ক্রিজে থিতু হলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন উসমান খাজা। ২৩ রান করা এই ওপেনারকে তুলে নেন শামার জোসেফ।
তৃতীয় উইকেটে ক্যামেরন গ্রিন ও স্মিথের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় তারা। কিন্তু ডিনার বিরতির আগে গ্রিনকে (৪৬) বোল্ড করে ৬১ রানের জুটি ভাঙেন জেইডন সিলস। বিরতির পরের ফ্লাডলাইটের আলোয় শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ৪৮ রান করা স্মিথকে ফিরিয়ে ধসের শুরুটা করেন শামার। আগের দুই ম্যাচে ফিফটি হাঁকানো বোউ ওয়েবস্টারকেও তুলে নেন ডানহাতি এই ফাস্ট বোলার। হেড ফেরেন ২০ রান করে।
এরপর অ্যালেক্স ক্যারি (২১) ও অধিনায়ক প্যাট কামিন্স (২৪) ছাড়া শেষের আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। ৭০ ওভার ৩ বলে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। শামারের শিকার ৪ উইকেট। গ্রেভস ও সিলসের শিকার ৩টি করে উইকেট।
ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজেরও। নিজের শততম টেস্ট খেলতে নামা মিচেল স্টার্ক ইনিংসের পঞ্চম ওভারে অভিষিক্ত কেভলন অ্যান্ডারসনকে (৩) বোল্ড করেন। এরপর বাকিটা সময় অজি পেস তোপ সামলে পার করেন ব্র্যান্ডন কিং ও রোস্টন চেইজ।
মন্তব্য করুন: