ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হৃদয়-জাকের

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হৃদয়-জাকের

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে সিরিজে ব্যাট হাতে এক প্রকার ব্যর্থই ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। তবে এর মাঝেও ব্যাটে রানের দেখা পেয়ে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক।

বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন হৃদয়। ডানহাতি এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৫১৯। অন্যদিকে ৩২ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে আছেন জাকের। এই উইকেটকিপার-ব্যাটারের রেটিং পয়েন্ট ৪৮৯।

মঙ্গলবার পাল্লেকেলেতে শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডেতে সিরিজে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। তিন ইনিংসে দলের হয়ে দুই ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ১০৩ রান করেন হৃদয়, সর্বোচ্চ ইনিংস ছিল ৫১ রানের।

তিন ইনিংসে ১০২ রান করা জাকের ছিলেন দলের তৃতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক। তারও সর্বোচ্চ ৫১ রান।

সিরিজে ব্যাট হাতে ব্যর্থ নাজমুল হোসেন শান্তর ৬ ধাপ অবনমন হয়েছে। তিন ইনিংসে ৩৭ রান করা বাঁহাতি এই ব্যাটারের অবস্থান ৩৪ নম্বরে। তার অবনমনে সেরা তিরিশের মধ্যে বাংলাদেশের কোনো ব্যাটার নেই। র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ নেমে ৭২তম স্থানে আছেন নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ব্যাটারদের শীর্ষ পাঁচটি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের শুভমান গিল। দুইয়ে পাকিস্তানের বাবর আজম। রোহিত শর্মা আছেন তিনে। চারে বিরাট কোহলি পাঁচে ড্যারিল মিচেল।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি ও শেষ ম্যাচে ফিফটি হাঁকানো চারিত আসালাঙ্কা ২ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো কুশল মেন্ডিস ১০ ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন সিরিজের দুই ম্যাচে ৬ উইকেট নেওয়া তাসকিন আহমেদ। এক ধাপ নেমে ২৯ নম্বরে আছেন মিরাজ। সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়া লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ১১ ধাপ এগিয়ে আছেন অষ্টম স্থানে।

মন্তব্য করুন: