শাদাব-রউফকে ছাড়া বাংলাদেশে আসছে পাকিস্তান

শাদাব-রউফকে ছাড়া বাংলাদেশে আসছে পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের জন্য অলরাউন্ডার শাদাব খান ও ফাস্ট বোলার হারিস রউফকে ছাড়াই দল ঘোষণা করেছে পাকিস্তান। চোটে পড়া এই দুই ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে দেশটি।

মঙ্গলবার সালমান আলী আগাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার সালমান মির্জা ও অলরাউন্ডার আহমেদ দানিয়াল। বাঁহাতি পেস বোলিংয়ে পিএসএলের সবশেষ আসরে লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন মির্জা। অন্যদিকে পেশোয়ার জালমির হয়ে ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন দানিয়াল।

পাকিস্তানের গণমাধ্যমের মতে, দীর্ঘদিন ধরে কাঁধের সমস্যায় ভোগা শাদাব সম্প্রতি যুক্তরাজ্যে সফল অস্ত্রোপচার করিয়েছেন। পুনর্বাসন প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহ লাগবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলতে যাওয়া রউফ গ্রেড-১ হ্যামস্ট্রিং চোটে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

ঘরের মাঠে গত মে-জুনে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত সবশেষ সিরিজে পাকিস্তান দলে ছিলেন শাদাব ও রউফ। তিন ম্যাচের সিরিজের সবকটিতে হেরেছিল লিটন দাসের দল। 

দলে ডাক পাননি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার মাটিতে গত ডিসেম্বরে বাবর ও রিজওয়ান এবং নিউ জিল্যান্ডের মাটিতে মার্চে শাহিন জাতীয় দলের জার্সিতে সবশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন।

সিরিজ খেলতে আগামী ১৬ জুলাই বাংলাদেশে আসার কথা পাকিস্তানের। ২০, ২২ ও ২৪ জুলাই সিরিজের ম্যাচগুলো হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবকটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তান দল:

সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।

মন্তব্য করুন: