জিম্বাবুয়েকে ৩ দিনেই ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা
৮ জুলাই ২০২৫

ভিয়ান মুল্ডারের কীর্তি গড়া ইনিংসের পর দ্বিতীয় দিনের খেলা শেষেই ম্যাচের ফল অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। তৃতীয় দিন মিডল ও লোয়ার-মিডল অর্ডারের ব্যাটিং ধসে দুই সেশনও টিকতে পারেনি জিম্বাবুয়ে। ইনিংস ও ২৩৬ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার বুলাওয়েয়োতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্ন ভোজের বিরতির পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। আগের দিন ১৭০ রানে প্রথম ইনিংসে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে।
গত মাসে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা প্রোটিয়াদের এটি টানা দশম টেস্ট জয়।
ম্যাচজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক মুল্ডার। অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংস খেলা এই ব্যাটারের সামনে সুযোগ ছিল এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেওয়ার। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রানে অপরাজিত ছিলেন ব্রায়ান লারা। কিন্তু ৩৬৭ রানে অপরাজিত থাকা অবস্থায় ৫ উইকেটে ৬২৬ রানে দলের ইনিংস ঘোষণা করেন তিনি।
দুই ইনিংস মিলিয়ে ব্যাটিং করে মুল্ডারের করা রানের চেয়ে মাত্র ২৩ রান বেশি করতে পারে জিম্বাবুয়ে। সেটিও সম্ভব হয়েছে শেষ উইকেটে ওয়েলিংটন মাসাকাদজা ও তানাকা চিভাঙ্গার ৩৬ রানের জুটিতে।
১ উইকেটে ৫১ রানে দিনের খেলা শুরুর সময় ৪০৫ রানে পিছিয়ে ছিল জিম্বাবুয়ে। তাকুদজোয়ানাশে কাইতানো (৪০), নিক ওয়েলচ (৫৫) ও অধিনায়ক ক্রেইগ আরভিনের (৪৯) ব্যাটে কিছুটা প্রতিরোধের চেষ্টা চালায় তারা। কিন্তু মধ্যাহ্ন ভোজের বিরতির পর ৩১ রানের ভেতর ৬ উইকেট হারায় তারা। শেষ উইকেটে প্রায় নয় ওভার ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার জয় বিলম্বিত করেন মাসাকাদজা ও তানাকা চিভাঙ্গা।
ব্যাট হাতে ট্রিপল সেঞ্চুরির পর বল হাতে দুই ইনিংসে ৩ উইকেট নেন মুল্ডার। ম্যাচসেরার পুরস্কারের পাশাপাশি সিরিজ সেরা খেলোয়াড়ও হয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
মন্তব্য করুন: