আর্থিক অনিয়মে চেলসি-বার্সেলোনাকে উয়েফার জরিমানা
৫ জুলাই ২০২৫

আর্থিক নিয়ম ভঙ্গ করায় চেলসি ও বার্সেলোনাকে মোটা অঙ্কের জরিমানা করেছে উয়েফা। এর মধ্যে ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ ৩ কোটি ১০ লাখ ইউরোর জরিমানার মুখে পড়েছে চেলসি।
শুক্রবার এক বিবৃতিতে এই দুই ক্লাব ছাড়াও একই কারণে অ্যাস্টন ভিলা ও অলিম্পিক লিওঁকে জরিমানা করার কথা জানায় ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
বার্সেলোনাকে জরিমানা করা হয়েছে দেড় কোটি ইউরো। আর্থিক ব্যবস্থাপনায় অতিরিক্ত ক্ষতির মুখে পড়ায় স্প্যানিশ ক্লাবটিকে এই শাস্তি দেওয়া হয়।
অন্যদিকে লিওঁকে ১ কোটি ২৫ লাখ ইউরো ও ভিলাকে ১ কোটি ১০ লাখ ইউরো জরিমানা করা হয়েছে।
উয়েফার বেঁধে দেওয়া নিয়ম না মানলে ভবিষ্যতে আরও বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারে ক্লাবগুলো। এর মধ্যে বার্সেলোনা ও চেলসিকে আরও ৬ কোটি ইউরো করে জরিমানা করা হতে পারে।
দুটি অনিয়মের কারণে চেলসিকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। ফুটবল আয় সংক্রান্ত নিয়ম না মানায় ২ কোটি ইউরো জরিমানা করা হয়েছে। বাকি ১ কোটি ১০ লাখ ইউরো জরিমানা করা হয়েছে দল গঠনে নির্ধারিত অর্থের অতিরিক্ত খরচ করায়। এই দুই কারণে ভিলাকে যথাক্রমে ৫০ লাখ ও ৬০ লাখ ইউরো জরিমানা করা হয়েছে।
চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের মতো আসরগুলোর জন্য নতুন খেলোয়াড় নিবন্ধনেও এই দুই ক্লাব নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
মন্তব্য করুন: