ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে রিয়াল-পিএসজির প্রতিপক্ষ যারা
২ জুলাই ২০২৫

নতুন ফরম্যাটে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে বড় চমক ছিল ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের বিদায়। নকআউট এই রাউন্ড শেষে নিশ্চিত হয়েছে কোয়ার্টার-ফাইনালের আটটি দল।
বাংলাদেশ সময় বুধবার সকালে বরুশিয়া ডর্টমুন্ড ও মনতেরেইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে শেষ ষোলোর লড়াই। এই পর্ব থেকে কোয়ার্টার-ফাইনালে পা রেখেছে ইউরোপের পাঁচটি, ব্রাজিলের দুটি এবং সৌদি আরবের একটি ক্লাব।
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় শেষ আটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চমক জাগানো দুই দল ব্রাজিলের ফ্লুমিনেন্সে ও সৌদি আরবের আল-হিলাল। ইন্টারকে ২-০ গোলে হারিয়ে ফ্লুমিনেন্সে এবং সিটিকে ৪-৩ গোলে হারিয়ে আল-হিলাল কোয়ার্টার-ফাইনালের মঞ্চে পা রাখে।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় ব্রাজিলের পালমেইরাসের মুখোমুখি হবে চেলসি। শেষ আটে ওঠার লড়াইয়ে পালমেইরাস স্বদেশি ক্লাব বোতাফোগোকে এবং চেলসি বেনফিকাকে হারায়।
কোয়ার্টার-ফাইনালের বড় ম্যাচে একই দিন রাত ১০টায় মাঠে নামবে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোয় লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ৪-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি। অন্যদিকে ব্রাজিলের ফ্লামেঙ্গোকে ৪-২ গোলে হারায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ডর্টমুন্ডকে। ইউভেন্তুসকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে পা রাখে রিয়াল। অন্যদিকে মেক্সিকোর মনতেরেইকে ২-১ গোলে হারায় ডর্টমুন্ড।
কোয়ার্টার-ফাইনাল লাইনআপ (বাংলাদেশ সময় অনুযায়ী):
ফ্লুমিনেন্সে – আল-হিলাল: ৪ জুলাই, রাত ১টা
পালমেইরাস – চেলসি: ৫ জুলাই, সকাল ৭টা
পিএসজি – বায়ার্ন মিউনিখ: ৫ জুলাই, রাত ১০টা
রিয়াল মাদ্রিদ – বরুশিয়া ডর্টমুন্ড: ৫ জুলাই, রাত ২টা
মন্তব্য করুন: