কুশলের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৮৬ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
৮ জুলাই ২০২৫

সিরিজ নির্ধারণী ম্যাচে কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কার ব্যাটে বড় সংগ্রহের দিকে এগুচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ ১০ ওভারের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই লাগাম টেনে ধরে বাংলাদেশ। তবে কুশলের সেঞ্চুরির সুবাদে মেহেদী হাসান মিরাজের দলকে ২৮৬ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।
মঙ্গলবার পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৮৫ রান তোলে শ্রীলঙ্কা। তাসকিন-মিরাজদের নৈপুণ্যে শেষ ১০ ওভারে ৬৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ।
ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে ১১৪ বলে ১২৪ রান করে ফেরেন কুশল। তাসকিন আহমেদ ও মিরাজের শিকার দুটি করে উইকেট।
বল হাতে এদিনও সফরকারীদের প্রথম উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। চতুর্থ ওভারে ডানহাতি এই পেসার তুলে নেন নিশান মাদুশকার (১) উইকেট। তবে দ্বিতীয় উইকেটে পাতুন নিসাঙ্কা ও কুশলের জুটিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া নিসাঙ্কাকে (৩৫) ফিরিয়ে ৫৬ রানের এই জুটি ভাঙেন তানভীর ইসলাম।
ব্যাট হাতে ওয়ানডেতে নিজেকে এখনও মেলে ধরতে ব্যর্থ কামিন্দু মেন্ডিসকে (১৬) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে নিজের প্রথম শিকার ধরেন মিরাজ। ১০০ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন কুশল ও আসালাঙ্কা। ওভারপ্রতি ছয়ের বেশি রান তুলে স্বাগতিকদের বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন তারা। মিরাজের করা ইনিংসের ৩৮তম ওভারে আসালাঙ্কা ফিফটি তুলে নেওয়ার পর ৯৫ বলে তিন অঙ্ক স্পর্শ করেন কুশল।
৪১তম ওভারের তৃতীয় বলে আসালাঙ্কাকে (৫৮) ফিরিয়ে চতুর্থ উইকেটে ১২৪ রানের জুটিটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দেন তাসকিন। খানিকবাদে মিরাজের ওভারে পা দিয়ে বেল ফেলে হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন আগের ম্যাচে ফিফটি হাঁকানো জানিত লিয়ানাগে (১২)। পরের ওভারে সেঞ্চুরিয়ান কুশলকে তুলে নেন শামীম হোসেন পাটোয়ারী। শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমন্ত চামিরা দলের খাতায় ১৯ বলে ২৬ রান যোগ করেন।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: