লিটনকে বাদ দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ
৫ জুলাই ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে একাদশ থেকে বাদ পড়েছেন লিটন দাস। এছাড়া একাদশে নেই তাসকিন আহমেদ। প্রথম ম্যাচের একাদশ থেকে এই দুটি পরিবর্তন আনা হয়েছে।
শনিবার কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। লিটনের বদলে একাদশে জায়গা পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। অন্যদিকে তাসকিনের বদলে এসেছেন আরেক পেসার হাসান মাহমুদ।
প্রথম ম্যাচে বাংলাদেশের অবিশ্বাস্য ব্যাটিং ধসে চার নম্বরে ক্রিজে এসেছিলেন লিটন। কিন্তু ৪ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। অন্যদিকে বল হাতে ৪৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
মন্তব্য করুন: