ব্রুক-স্মিথের সেঞ্চুরির পর সিরাজের ৬ উইকেট, বড় লিডের পথে ভারত

ব্রুক-স্মিথের সেঞ্চুরির পর সিরাজের ৬ উইকেট, বড় লিডের পথে ভারত

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে আলাদা দুটি দিক দেখেছে ইংল্যান্ড। হ্যারি ব্রুক ও জেইমি স্মিথের জোড়া সেঞ্চুরিতে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠার পর মোহাম্মদ সিরাজের পেস তোপে ধসে গেছে তাদের টেইলএন্ডার। তৃতীয় দিনের খেলা শেষে ২৪৪ রানে এগিয়ে আছে ভারত।

শুক্রবার এজবাস্টনে ব্রুকের ১৫৮ ও স্মিথের অপরাজিত ১৮৪ রানের সুবাদে ৪০৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। সিরাজ-আকাশ দীপ দুর্দান্ত বোলিংয়ে ২০ রানে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। ১৮০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারত দিনের খেলা শেষ করে ১ উইকেটে ৬৪ রান নিয়ে।

৩ উইকেটে ৭৭ রান নিয়ে দিনের খেলা শুরু করা ইংলিশরা সিরাজের জোড়া আঘাতে দারুণ চাপে পড়ে। দিনের দ্বিতীয় ওভারে পরপর দুই বলে জো রুট (২২) ও বেন স্টোকসকে কট বিহাইন্ড করান ডানহাতি এই পেসার। তবে ষষ্ঠ উইকেটে পাল্টা আক্রমণে ব্রুক-স্মিথের পাল্টা আক্রমণে দ্রুতই সেই চাপ কাটিয়ে ওঠে স্বাগতিকরা।

ষষ্ঠ উইকেটে ৩৬৮ বলে ৩০৩ রানের জুটি গড়েন ব্রুক-স্মিথআক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন স্মিথ। মধ্যাহ্ন ভোজের বিরতির পর সঙ্গীর দেখানো পথে তিন অঙ্ক স্পর্শ করেন ব্রুকও। বোলারদের হতাশায় ডুবিয়ে এই দুই ব্যাটারের জুটিতে যোগ হয় ৩০০ রান। তবে দ্বিতীয় নতুন বল হাতে পেতেই সেই দৃশ্যপট বদলাতে শুরু করেন বোলাররা। দারুণ এক ডেলিভারিতে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকানো ব্রুককে বোল্ড করে ৩০৩ রানের জুটি ভাঙেন আকাশ দীপ। ক্রিস ওকসকেও তুলে নেন ডানহাতি এই পেসার। এরপর ইংলিশদের লেজ গুটিয়ে দেন সিরাজ। ডানহাতি এই পেসারের শিকার ৬ উইকেট। আকাশ নেন বাকি ৪ উইকেট। ইংল্যান্ডের ছয়জন ব্যাটার সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই।

দ্বিতীয় ইনিংসে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। অষ্টম ওভারেই এই দুই ব্যাটার দলের খাতায় যোগ করেন পঞ্চাশ রান। এরপরই জশ টাংয়ের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন ২৮ রান করা জয়সোয়াল। তার বিদায়ে ভাঙে ৫১ রানের উদ্বোধনী জুটি। বাকিটা সময় আর কোনো বিপদ হতে দেননি রাহুল ও করুণ নায়ার। রাহুল ২৮ ও করুণ নায়ার ৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

মন্তব্য করুন: